২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মাদারীপুরে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

-

মাদারীপুরে সাগর ফকির ওরফে কালা সাগর (২৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

সদর উপজেলার মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড় থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাগর শহরের দরগা শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে সদর মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।

এদিকে, গত মঙ্গলবার একটি মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাগর। তারপর থেকেই সাগর নিখোঁজ ছিল বলে দাবি পরিবারের।

নিহত সাগরের মা সালেহা বেগম বলেন, ‘সাগর ঢাকায় টাইলসের কাজ করতো। কয়েকদিন আগে একটি মাদক মামলায় মাদারীপুর জেলা কারাগার থেকে জামিনে বের হয়। এরপরে ঢাকার উদ্দেশে রওয়ান দিলে সে নিখোঁজ হয়। কিন্তু কিভাবে সাগর এখানে মারা গেলো এটা বুঝতে পারলাম না।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, ‘নিহত সাগরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সকল ধরনের মোট ১৫টি মামলা রয়েছে। তার জন্য শহরের ছিনতাইয়ের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে। আমরা অনেক দিন ধরে তাকে খুঁজতে ছিলাম। কিন্তু কোথাও খুঁজে পাইনি। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি নিয়ে তার সহযোগীদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।’


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

সকল