২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জাজিরায় ধর্ষণ মামলায় ২ জনের ফাঁসির আদেশ

-

জাজিরায় পালাক্রমে ধর্ষণ মামলায় ২ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- শরীতপুরের জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের মৃত ওবায়দুল বেপারীর ছেলে সুজন বেপারী (২৮) ও একই গ্রামের রহমান বেপারীর ছেলে শামীম বেপারী (২৬)।

জাজিরা থানা ও ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ এপ্রিল রাত ১১টার দিকে জাজিরা উপজেলার মাহমুদ শিকদার কান্দি গ্রামের এক তরুণী রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওৎ পেতে থাকা ৩ বখাটে যুবক ওই তরুণীকে মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ে নিয়ে যায়। এর পর তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। এর পর তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই তরুণীর মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে জাজিরা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে জাজিরা থানা পুলিশ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার এ রায় দেন। মামলার অপর আসামী মোবারক বেপারীর ছেলে সুমন বেপারীর (৩৭) সম্পৃক্ততা না পাওয়ায় আদালত তাকে খালাস প্রদান করেন।

স্ট্রেট ডিফেন্স আইনজীবি এ্যাডভোকেট বজলুর রশিদ আকন্দ বলেন, আইন সিদ্ধভাবে এ রায় প্রদান করেননি। আসামীরা হাজির হলে আমরা উচ্চ আদালতে আপিল দাখিল করবো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মির্জা হজরত আলী বলেন, আসামিরা জামিনে বের হয়ে প্রায় ২ বছর ধরে পলাতক রয়েছেন। আসামিদের অনুপস্থিতিতে মামলার দুই আসামীর ফাঁসির রায় দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।


আরো সংবাদ



premium cement
মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ

সকল