২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নিকলীতে বজ্রপাতে ঘরের ভেতর ঘুমন্ত শিশুসহ দুইজন নিহত

-

কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতের পৃথক ঘটনায় ঘরে ঘুমিয়ে থাকা আড়াই মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে নিকলী উপজেলা সদরের মোহরকোণা গ্রামে এবং গ্রাম সংলগ্ন ঘোড়াউত্রা নদীতে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

নিহত হওয়া শিশুর নাম ফারহান (আড়াই মাস) অপর জনের নাম এল্লাস মিয়া (৪৫)। তাদের মধ্যে ফারহান নিকলী উপজেলা সদরের মোহরকোণা গ্রামের হৃদয় মিয়ার শিশুপুত্র এবং এল্লাস মিয়া একই গ্রামের রহিম উদ্দিনের পুত্র।

পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে বাবা-মার পাশে শিশু ফারহান ঘুমিয়েছিলো। শেষ রাতে বজ্রপাতের সাথে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে ভোর রাতে ঘরের পাশে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের বিকট শব্দে ঘরে ঘুমিয়ে থাকা শিশু ফারহান চিৎকার দিয়ে জেগে ওঠে এবং পরক্ষণেই অজ্ঞান হয়ে যায়। পরে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাক্তারদের ধারণা বজ্রপাতের বিকট শব্দে শিশুটি হার্ট অ্যাটাকে মারা যায়। অন্যদিকে রাতে এল্লাস মিয়া বাড়ির পাশের ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার ভোরে বজ্রপাতের ঘটনায় সেখানেই এল্লাস মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


আরো সংবাদ



premium cement