২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বড়শি দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

- প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আরিফ দাড়িয়া (২)। রোববার সকালে উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তারাশী গ্রামের মৃত আহাদ দাড়িয়ার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে রাব্বি (৮) তার ছোট ভাই আরিফ দাড়িয়াকে নিয়ে বাড়ির পাশের দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু আরিফ দাড়িয়া।

এদিকে ছোট ভাই পানিতে পড়ে গেলেও বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাই কাউকে কিছু না জানিয়ে আধা ঘণ্টা দিঘিরপাড়ে দাঁড়িয়ে থাকে। এ সময় পাশের বাড়ির পাশের এক ব্যক্তি দেখতে পেয়ে আরিফকে মুমূর্ষু অবস্থায় দিঘি থেকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন আরিফকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু আরিফের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে পাগলের মত প্রলাপ বকছেন বিধবা মা সাদিয়া বেগম। দুই বছর আগে স্বামীর অকাল মৃত্যুর সময় সাদিয়ার গর্ভে ছিল এই শিশু আরিফ। বড় ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী হলেও ছোট ছেলে আরিফ ছিল অনেকটা স্বাভাবিক।


আরো সংবাদ



premium cement