২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের গোপালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে গোপালপুরের পুরাতন পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল ৮টার দিকে প্রথমে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত দোকানগুলোর মধ্যে ছয়টি হার্ডওয়ার, পাঁচটি জুতার দোকান এবং একটি কাপড়ের দোকান রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর উপজেলার তিনটি ফায়ার স্টেশন সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি- তাদের ক্ষতির পরিমাণ চার কোটি ৭১ লাখ টাকা।

 


আরো সংবাদ



premium cement