১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

‘বাংলাদেশ পুলিশ’ লেখা লাশের ব্যাগ উদ্ধার : আতঙ্ক

‘বাংলাদেশ পুলিশ’ লেখা লাশের ব্যাগ - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা লাশের একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দক্ষিণ কলেজ পাড়ার মহিষখোলা সড়কের পাশ থেকে এই ব্যাগ উদ্ধার করা হয়। তবে ওই ব্যাগে কোন লাশ ছিল না; ছিল একটি মোড়ানো তালাই (লাশের সাথে থাকা বাঁশের চাটাই) এবং কিছু কাপড় ও ন্যাকরা। এ নিয়ে শহরে আতঙ্কের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, শহরের দক্ষিণ কলেজ পাড়ার মহিষখোলা সড়কের শামীম কাউন্সিলরের বাড়ির পাশে লাশের একটি ব্যাগ দেখতে পায় এলাকাবাসী। সাদা রঙের ওই ব্যাগের গায়ে ইংরেজিতে লেখা ছিল ‘বাংলাদেশ পুলিশ’। ব্যাগ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এ নিয়ে শহরে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে টাঙ্গাইল থানা পুলিশ সবার সামনে ওই ব্যাগের চেইন খুলে ব্যাগের ভিতর থেকে একটি মোড়ানো তালাই এবং কিছু কাপড় ও ন্যাকরা উদ্ধার করে।

টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, শহরে আতঙ্ক সৃষ্টির জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। এসব বিষয়ে এলাকাবাসীকে সজাগ ও সচেতন থাকতে হবে।


আরো সংবাদ



premium cement