১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ধর্ষণের পর নার্স হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ধর্ষণের পর নার্স হত্যার বিচার দাবিতে মানববন্ধন - নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার সহকর্মী চিকিৎসক, নার্স ও ছাত্রছাত্রীরা। গতকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ইবনে সিনা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: মহিবুল আজিজ, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: হাবিবুর রহমান, মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: ফাহমিদা আহমেদ, মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিজিএম (অ্যাডমিন) মো: আশরাফুল ইসলাম, ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আছিয়া বেগম ও এজিএম (অ্যাডমিন) এ কে এম খোরশেদ আলম, ইবনে সিনা মেডিক্যাল কলেজের ম্যানেজার (অ্যাডমিন) মো: আমিনুর ইসলাম, ভাইস প্রিন্সিপাল শিরিন সুলতানা, মেডিক্যাল কলেজ হাসপাতালের কাস্টমার কেয়ার ইনচার্জ মো: বেলাল হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা আজ সমাজে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। ঘরে-বাইরে, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল সর্বত্র নারীদের জন্য বিপদ ওঁৎ পেতে থাকে। ফলে নারীর অগ্রযাত্রায় নিরাপত্তাহীনতা আজ প্রধান অন্তরায় হয়ে উঠেছে। বক্তারা তানিয়ার ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন- ইবনে সিনা মেডিক্যাল কলেজের চিকিৎসকবৃন্দ, ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রী, স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: ইকবাল হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা: শাহিনুর আক্তার তানিয়া গত সোমবার রাতে ছুটি নিয়ে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর উদ্দেশে রওয়ানা দেন। যাওয়ার পথে ওই বাসের ড্রাইভার ও হেলপারসহ পাঁচ-ছয় বখাটে তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনায় ড্রাইভার নুরুজ্জামান (৩৯), হেলপার মিলন মিয়াকে (৩৩) আটক করেছে কটিয়াদী থানা পুলিশ।


আরো সংবাদ



premium cement