১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শাশুড়ির নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেলো পুত্রবধূ ও নাতনী

শাশুড়ির নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেলো পুত্রবধূ ও নাতনী - প্রতীকী ছবি

গভীর রাতে শাশুড়ির নিক্ষিপ্ত এসিডে ঝলসে গেছে পুত্রবধূ ও নাতনী। রোববার রাতে ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে। পরে সোমবার এসিড হামলার শিকার দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত শাশুড়ি গীতা মন্ডল পলাতক রয়েছেন।

পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে রোববার গভীর রাতে শাশুড়ি গীতা মন্ডল ঘুমন্ত অবস্থায় ছেলের বউ সমাপ্তি মন্ডল (২১) ও ৬ মাস বয়সী নাতনী স্নিগ্ধাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে পুত্রবধূ সমাপ্তি মন্ডল ও শিশু কন্যা স্নিগ্ধা ঝলসে যায়।

পরে তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে সমাপ্তির শাশুড়ী গীতা মন্ডল পলাতক রয়েছেন।

এ ব্যাপারে এসিড হামলার শিকার সমাপ্তির স্বামী মিল্টন মন্ডল জানান, আমি আমার স্ত্রী ও মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছি। আমি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে রাজৈর হাসপাতালের ডাঃ হামিদা আক্তার জানান, সোমবার সকালে এক গৃহবধূ ও তার শিশু কন্যা এসিডে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি মোঃ শাহজাহান জানান, পুত্রবধূ ও নাতনীর ওপর এসিড নিক্ষেপের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আমরাও জেনেছি মিল্টনের মা গীতা মন্ডল এ ঘটনা ঘটিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল