২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শ্রীনগরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, প্রতিবাদে বাড়িঘর ভাংচুর

-

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় রিফাত দেওয়ান (১৬) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কয়েকজন তরুণ ওই স্কুলছাত্রকে পেটায়। পরে আজ মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

রিফাত শ্রীধরপুর গ্রামের নিজাম দেওয়ানের ছেলে ও বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

রিফাতের মামা ইউনুস মঞ্জু জানান, গেল ২৬ মার্চ পাশর্^বর্তী সিরাজদীখান উপজেলার শেখরনগর এলাকায় একটি কনসার্টে রিফাতের সাথে রাহুলসহ কয়েকজনের ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরেই সোমবার দিবাগত রাতে রাহুল মোবাইল ফোনে কল করে রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শ্রীধরপুর ব্রিজের উপড় গেলে রাহুল ও তার সঙ্গীয় বেশ কয়েক তরুণ রিফাতকে হাতুড়ি দিয়ে পেটায়। রিফাতের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকার কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বেলা ১২টার দিকে রিফাত মারা যায়।

এ ঘটনায় অভিযুক্ত তরুণ রাহুল পার্শ্ববর্তী সিরাজদীখান উপজেলার পাউসার গ্রামের মো: ফরিদের ছেলে। এ ঘটনায় জড়িত অপর তরুণ বাবু ও রবিনসহ সবার বাড়িই সিরাজদীখান উপজেলার পাউসার গ্রামে।

এদিকে, রিফাতের মৃত্যুর খবর পেয়ে শ্রীধরপুর গ্রামের বিক্ষুব্ধ জনতা পার্শ্ববর্তী পাউসার গ্রামে হামলা চালিয়ে অর্ধশত বাড়িঘর ভাংচুর করেছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী জানান, নিহত রিফাতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়াদী হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পর থানায় মামলা দায়ের করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক

সকল