১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শ্রীনগরে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, প্রতিবাদে বাড়িঘর ভাংচুর

-

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকায় রিফাত দেওয়ান (১৬) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কয়েকজন তরুণ ওই স্কুলছাত্রকে পেটায়। পরে আজ মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

রিফাত শ্রীধরপুর গ্রামের নিজাম দেওয়ানের ছেলে ও বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

রিফাতের মামা ইউনুস মঞ্জু জানান, গেল ২৬ মার্চ পাশর্^বর্তী সিরাজদীখান উপজেলার শেখরনগর এলাকায় একটি কনসার্টে রিফাতের সাথে রাহুলসহ কয়েকজনের ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরেই সোমবার দিবাগত রাতে রাহুল মোবাইল ফোনে কল করে রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শ্রীধরপুর ব্রিজের উপড় গেলে রাহুল ও তার সঙ্গীয় বেশ কয়েক তরুণ রিফাতকে হাতুড়ি দিয়ে পেটায়। রিফাতের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকার কলাবাগানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার বেলা ১২টার দিকে রিফাত মারা যায়।

এ ঘটনায় অভিযুক্ত তরুণ রাহুল পার্শ্ববর্তী সিরাজদীখান উপজেলার পাউসার গ্রামের মো: ফরিদের ছেলে। এ ঘটনায় জড়িত অপর তরুণ বাবু ও রবিনসহ সবার বাড়িই সিরাজদীখান উপজেলার পাউসার গ্রামে।

এদিকে, রিফাতের মৃত্যুর খবর পেয়ে শ্রীধরপুর গ্রামের বিক্ষুব্ধ জনতা পার্শ্ববর্তী পাউসার গ্রামে হামলা চালিয়ে অর্ধশত বাড়িঘর ভাংচুর করেছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী জানান, নিহত রিফাতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়াদী হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পর থানায় মামলা দায়ের করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল