২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও ফেসবুকে : আটক ১

ধর্ষণ
ফরিদপুরে স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও ফেসবুকে : আটক ১ - প্রতিকী ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছে বখাটেরা। এ ঘটনার পর ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। পুলিশ এক বখাটেকে গ্রেফতার করেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সম্প্রতি সালথার লক্ষণদিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে যুগীকান্দা লক্ষণদিয়া গ্রামের দুই বখাটে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে। ওই ছাত্রীর গ্রামের দুই প্রতিবেশী জনৈক মাসুদ ফকিরের ছেলে শাকিল (১৯) ও তার বন্ধু, বজলু মাতুব্বরের ছেলে জাবের মাতুব্বর (১৮) এভাবে ধর্ষণের দৃশ্য ধারণ করে ঘটনার কথা কাউকে না জানাতে বলে। জানালে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে, মেয়েটি লোকলজ্জা ও প্রাণের ভয়ে একথা কাউকে না বললেও বখাটেরাই সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। স্থানীয় ভাবে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

একপর্যায়ে ধর্ষণের শিকার ওই ছাত্রী তার অভিভাবকদের নিকট বিষয়টি জানানোর পরে তারা এলাকার মাতুব্বরদের নিকট বিচার দেন। তবে তাদের কাছ থেকে কোনো সুরাহা তারা পাননি। এরপর এ ব্যাপারে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর ভাই বলেন, ‘গত ৫ এপ্রিল রাত নয়টার দিকে তার বোন প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে প্রতিবেশী শাকিল ও জাবের তাকে মুখ চেপে বাড়ির পাশে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। ওরা আমার বোনকে হুমকিও দেয় যে, একথা কাউকে বললে তাকে খুন করে ফেলবে। পরে সেই দৃশ্য এলাকার ছেলেদের মোবাইলে ছড়িয়ে পড়ার পর আমরা ওকে চাপ দিই। তখন আসল ঘটনাটি সে খুলে বলে।’

এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত শাকিলকে সোমবার বিকেলে গ্রেফতার করেছে।

সালথা থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার মূল নায়ক শাকিলকে গেফতার করা হয়েছে। জাবেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে চাপম্যান-আফ্রিদির উন্নতি থানচিতে ট্রাকে দুর্বৃত্তদের গুলি চীনের আনহুই প্রদেশের সাথে ডিএনসিসি’র সমঝোতা স্মারক সই আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : ২ শতাধিক ককটেল বিষ্ফোরণ, আহত ৫ রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে নিহত ৬, আহত ৮ প্রতিবাদ সমাবেশকারীদের গ্রেফতারের নিন্দা জামায়াতের

সকল