২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নারায়ণগঞ্জে অনেক খেলা হচ্ছে, প্রত্যেকটা খেলার জবাব আমার কাছে আছে : শামীম ওসমান

শামীম ওসমান - সংগৃহীত

ফতুল্লার ভূঁইগড় রূপায়ণ টাউনে দলবল নিয়ে কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিনের তাণ্ডবের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। গতকাল শনিবার ভূঁইগড় রূপায়ণ টাউনে বিক্ষুব্ধ ফ্ল্যাট মালিকদের সাথে মতবিনিময়কালে শামীম ওসমান বলেছেন, “আমার মেয়েরা এখানে হাঁটবে থাকবে, এখানে মুরুব্বিরা থাকবে, কোনো বেয়াদব থাকবে না। যদি এই বাসিন্দাদের মধ্যে খারাপ কেউ থাকে, তার নাম শেষ কইরা দিমু, তারে শুদ্ধা নাই করা দিমু আমি। যদি আপনারা চান। আপনারা না চাইলে আমার কিছু করার নাই।’

শামীম ওসমান বলেন, ‘আমি আমার কাজ করতেছি, এটা আমার ডিউটি। আপনারদের কাছে আমার অভিযোগ, আপনারা আপনাদের ডিউটি পালন করেন নাই। আপনারা কিন্তু বস্তিতে থাকেন না। সবাই মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত ঘরের বাসিন্দা এখানে এবং ম্যাক্সিমাম লোক শিক্ষিত। একটা লোকের দায়িত্ব হলো না যে, ‘আচ্ছা শামীম ওসমানরে বইলা দেখিতো, আমাদের এলাকায় এই সমস্যাগুলো হচ্ছে, একবার জানাই দেখি তো, লোকটারে টেস্ট করি।’ টেস্ট করতেন, টেস্টও করবেন না? না কাঁনলে মাও দুধ দেয় না মনে রাখবেন।’

রূপায়ণ টাউনের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘আশপাশের এলাকার ঝামেলাও চুপ করে আমাকে জানাবেন। টেস্ট কইরা দেখেন না। যদি না হয় তখন বলবেন। এর বিনিময়ে কিছু চাই না। আমি এটুকু চাই আমার মৃত্যুর পরে যেন আপনার চোখে আমার জন্য পানি আসে। এটাই আমার চাহিদা। আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় পাই না।’

নারায়ণগঞ্জে অনেক খেলা হচ্ছে মন্তব্য করে এমপি শামীম ওসমান বলেন, ‘প্রত্যেকটা খেলার জবাব আমার কাছে আছে। হাতের মুঠে ডকুমেন্ট আছে। আমি ছাড়ি না। কারণ আমি সম্মানিত লোকের সম্মান নষ্ট করি না। চেষ্টা করি ধৈর্য ধারণ করার।’ স্থানীয়দের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যারা এইখানে বাইরের দু’চারজন লোক আছেন, আল্লাহর নামে কসম খাইয়া বলতাছি, খোদার নামে কসম খাইয়া বলতাছি আমি শামীম ওসমান, এইখানে আইসা যদি কেউ এমন কোনো কর্মকাণ্ড করে যার কারণে আমার মেয়েরা ভয় পায়Ñ আমি রাস্তায় নামবো কি না, কোনো মুরুব্বি ভয় পায়Ñ আমি অসম্মানিত হবো কি না কিংবা কেউ যদি ভয় পায় যে, আমি এই এলাকায় সুন্দরভাবে থাকতে পারবো কি না- আমি তার বুকের মধ্যে হাত দিয়া বুকের পাটা ছিঁইড়া ফালামু, তাকে ছাড়বো না। এটা আমার ওয়াদা যদি আমি বাঁইচা থাকি।’

নাজিম উদ্দিনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাঁটানো ফেস্টুন ব্যানার দেখিয়ে শামীম ওসমান বলেন, ‘এই পোস্টার ফোস্টার সব নামায় ফালান, এই গুলার দরকার নাই, এই গুলা আমাদের কোনো কাজে লাগবে না। অনেকেই আছে আমাদের নাম ভাঙ্গাইয়া অনেক কিছু কইরা ফালায়, আমরা জানিও না। তিন পুরুষ ধরে আমরা নারায়ণগঞ্জে কাজ করতাছি। কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, সে সরকার হউক, প্রশাসন হউক, পুলিশ হউক, আমি ন্যায্য কথা বলতে আসছি। বলবো।’ এর আগে বৃহস্পতিবার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন ও তার বাহিনী কয়েকটি ফ্ল্যাটে হামলা চালিয়ে মারধর করে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ক্যাডার আব্দুস সালামসহ ৫ জন আহত হন। এ ঘটনায় শুক্রবার প্রায় কয়েক শত ফ্ল্যাট মালিক নাজিম উদ্দিনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেন।

এছাড়া এ ঘটনায় ভুক্তভোগী আবু সাঈদ পাটোয়ারী ও আশরাফ সিদ্দিকী বাদি হয়ে পৃথক দুটি মামলা করেন ফতুল্লা মডেল থানায়। মামলায় ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন ও তার বাহিনীর ৭০ জনকে অভিযুক্ত করা হয়। এসব ঘটনায় রূপায়ণ টাউনের প্রায় ৮৭৪ জন ফ্ল্যাট মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।


আরো সংবাদ



premium cement
রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী

সকল