২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবদুল্লাহ

হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ - নয়া দিগন্ত

ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের হয়ে লড়তে ইরানে গেছেন হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ। তিনি রাজধানীর বিখ্যাত কোরআন হিফজ প্রতিষ্ঠান টংগিস্থ হিফজ মাদরাসা মুকাদ্দামাতুল কুরআন হিফয মাদরাসার ছাত্র। সোমবার ভোরে হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

মঙ্গলবার ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের প্রতিথযশা বিজ্ঞ বিচারক মন্ডলী ও ক্বারীদের উপস্থিতিতে এবার প্রায় শতাধীক দেশের হাফেজে কুরআনদের মধ্যে বাংলাদেশের হয়ে লড়বেন হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ।

হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ গত জানুয়ারীতে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ইরান আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার বাংলাদেশ প্রতিনিধি বাছাই পরীক্ষায় প্রথম হয়েছিলেন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে দেশের শতাধিক মেধাবী হাফেজে কোরআন প্রাক-প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে সেরা মনোনীত হয়েছেন ১৮ বছরের এই তরুণ।

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পাজুনিয়া গ্রামের আবদুল হালিমের পুত্র হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ উস্তাজ আবু তাহের গুলজারের পরিচালিত টংগীস্থ মুকাদ্দামাতুল কুরআন হিফয মাদরাসার ছাত্র।

বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম অর্জনে প্রতিযোগিতায় সাফল্য ধরে রাখার জন্য হাফেজ আবদুল্লাহ আল মাহমুদ দেশবাসীর প্রতি দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement