২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

দোয়া করবেন,মারা যাওয়ার পর মানুষ যাতে আমার জন্য আফসোস করে : শামীম ওসমান

বক্তৃতা করছেন শামীম ওসমান - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমান করজোড়ে মিনতি করে বলেছেন, আমার মা-ও নাই বাবাও নাই।আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমার মৃত্যুর পর মানুষ যাতে আফসোস করে আমি যাতে সে কাজ করে যেতে পারি।
তিনি বলেন, সুখের ড্যাফিনেশন (সংজ্ঞা) কী আমি জানি না। কে কোন ধর্মের আমি তাও জানি না। আমি শুধু জানি, দুনিয়াতে দুই ধরণের মানুষ আছে। একটা ভালো মানুষ, আরেকটা খারাপ মানুষ। ‘আই রেসপেক্ট দ্যা ভালো মানুষ’।

বৃহস্পতিবার রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে শ্রী রাম কৃষ্ণদেবের ১৮৪তম জন্মতিথি অনুষ্ঠিত এক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

শামীম ওসমান বলেন, মানুষের জীবনে কিছু আফসোস থাকে। আমারও আছে। যদি গান গাইতে পারতাম। আর আফসোস থাকে আরেকটা, যদি অনেক ভালো মানুষ হতে পারতাম! এমপিদের মধ্যে আমি পার্লামেন্টে সবাইকে ভালো বলি না। যে ভালো তাকে বলি। যে খারাপ তার সাথে আমি অনুষ্ঠানও করিনা “যাইও না”। আমি একটু স্ট্রেট।

তিনি বলেন, মেম্বার অব পার্লামেন্ট হওয়া বড় কথা নয়! ভালো মানুষ এবং মানুষের জন্য রাজনীতি করার যে কয়টা মানুষ এখনো আছে, আমি মনে করি তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন আমাদের স্বপনদা, মাননীয় প্রতিমন্ত্রী। আসলে মন্ত্রী তো এদিক-সেদিক। আজকে আছে তো কালকে নাই!

শামীম ওসমান বলেন, রাজনীতিতে অনেক জ্বালা আছে আবার দেখা যাবে ১৬ জুনের মতো একটা বোম ব্লাষ্ট হবে শামীম ওসমান কোনো রকমে বেঁচে যাবে। তার সাথের বিশ জন নিহত হয়েছে! এর জন্য প্রস্তুত থাকে কিন্তু আমাদের পরিবার।

শামীম ওসমান আরো বলেন, এই পৃথিবীতে মানুষকে ভালোবাসে কম। দেখায় বেশি। দেখবেন যাকাত দেয়ার সময় পায়ের নিচে পড়ে মানুষ মারা যাচ্ছে! আপনাদের ধর্মেও আছে। ভণ্ডরা সব সামনে চলে আসছে। আমি নিজেকেসহ বলছি। প্রতিটি সেক্টরে। আমি নিজেকে খুব সম্মান করি। যে নিজেকে সম্মান করে না, সে কাউকে সম্মান করতে জানে না। আসুন আমরা কিছু ভালো কাজ করি। তাহলে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেরি হবেনা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, প্রতিমন্ত্রীর সহধর্মিনী তন্দ্রা ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, দিলীপ আগারওয়াল, শ্রী রাম কৃষ্ণদেবের জন্মতিথি উৎসব কমিটির সভাপতি গৌরাঙ্গ দে, শিল্পপতি সমীর গুপ্ত, সরোজ কান্তি সাহা, পরিতোষ কান্তি সাহা প্রমুখ।

অসুস্থ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালাচ্ছিল দুই ছেলে

পড়ে গিয়ে পা ভেঙে গেছে বৃদ্ধা মায়ের। পায়ের যন্ত্রণায় কাতর তিনি। গ্রাম থেকে শহরে এসেছে চিকিৎসা করাবে। দুই ছেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় ফ্লাটে থাকেন। অসুস্থ বৃদ্ধা ছেলেদের ফ্লাটের সামনে এসে পড়েছেন বিপাকে। দুই ছেলে সিরাজুল আর মনির কেউই নিতে চাচ্ছে না বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব। গ্রাম থেকে আসা অসুস্থ মাকে দুই ভাইয়ের কেউই বাসা পর্যন্ত নিতে রাজি না। এ নিয়ে চাষাড়া বেইলি টাওয়ারের সামনে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া।

রাস্তার ওপর গত সোমবার দুপুরে এমন ঝড়গা দেখে জড়ো হতে থাকে উৎসুক জনতা। বৃদ্ধা মায়ের দায়িত্ব নিতে উপস্থিত লোকজন দুই ভাইয়ের কাছে অনুরোধ করেন। কিন্তু তারা কেউই রাজি না। মাকে রাস্তায় ফেলে চলে যাবে ছেলেরা এমন সময় আর্বিভাব হলেন নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রোমন। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি।
পুলিশের এ পরিদর্শক দুই ভাইকে শাসিয়ে এক্ষুণি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন বৃদ্ধা মাকে। নিজেই সিএনজি ডেকে বৃদ্ধাকে ধরে তোলেন রোমন। সিএনজি ভাড়াও পরিশোধ করে দেন। এর আগে বৃদ্ধাকে নিজের মোবাইল নম্বর দিয়ে তার বাড়ির ঠিকানাও টুকে নেন। বৃদ্ধার ছেলেদের ডেকে বলেন, মায়ের কোনো অযতœ-অবহেলা যাতে না হয়। বৃদ্ধাকে বলে দেন, যদি ছেলেরা তার দায়িত্ব না নেন সেটি যাতে তিনি মুঠোফোনে তাকে (রোমন) জানান।

জানা গেছে, হতভাগ্য বৃদ্ধার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার পাঁচগাঁও ইউনিয়নের গোনাইসার গ্রামে। তার দুই ছেলে সিরাজুল ও মনির চাষাড়া বিলাসবহুল ফ্লাটে থকে। 
সাজ্জাদ রোমন জানান, ওই বৃদ্ধা মায়ের দুই ছেলেকে ডেকে বলেছি। এক্ষুণি যদি তারা মায়ের চিকিৎসার ব্যবস্থা না করেন তবে তাদের গ্রেফতার করা হবে। পরে তারা আমার কথা শুনেছে।


আরো সংবাদ



premium cement