২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
পুলিশ পরিদর্শকের মহানুভবতা

অসুস্থ বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালাচ্ছিল দুই ছেলে

বৃদ্ধাকে সিএনজিতে তুলে দিচ্ছেন ইন্সপেক্টর সাজ্জাদ রোমন - ছবি : নয়া দিগন্ত

পড়ে গিয়ে পা ভেঙে গেছে বৃদ্ধা মায়ের। পায়ের যন্ত্রণায় কাতর তিনি। গ্রাম থেকে শহরে এসেছে চিকিৎসা করাবে। দুই ছেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় ফ্লাটে থাকেন। অসুস্থ বৃদ্ধা ছেলেদের ফ্লাটের সামনে এসে পড়েছেন বিপাকে। দুই ছেলে সিরাজুল আর মনির কেউই নিতে চাচ্ছে না বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব। গ্রাম থেকে আসা অসুস্থ মাকে দুই ভাইয়ের কেউই বাসা পর্যন্ত নিতে রাজি না। এ নিয়ে চাষাড়া বেইলি টাওয়ারের সামনে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া।

রাস্তার ওপর গত সোমবার দুপুরে এমন ঝড়গা দেখে জড়ো হতে থাকে উৎসুক জনতা। বৃদ্ধা মায়ের দায়িত্ব নিতে উপস্থিত লোকজন দুই ভাইয়ের কাছে অনুরোধ করেন। কিন্তু তারা কেউই রাজি না। মাকে রাস্তায় ফেলে চলে যাবে ছেলেরা এমন সময় আর্বিভাব হলেন নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রোমন। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি।
পুলিশের এ পরিদর্শক দুই ভাইকে শাসিয়ে এক্ষুণি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন বৃদ্ধা মাকে। নিজেই সিএনজি ডেকে বৃদ্ধাকে ধরে তোলেন রোমন। সিএনজি ভাড়াও পরিশোধ করে দেন। এর আগে বৃদ্ধাকে নিজের মোবাইল নম্বর দিয়ে তার বাড়ির ঠিকানাও টুকে নেন। বৃদ্ধার ছেলেদের ডেকে বলেন, মায়ের কোনো অযতœ-অবহেলা যাতে না হয়। বৃদ্ধাকে বলে দেন, যদি ছেলেরা তার দায়িত্ব না নেন সেটি যাতে তিনি মুঠোফোনে তাকে (রোমন) জানান।

জানা গেছে, হতভাগ্য বৃদ্ধার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার পাঁচগাঁও ইউনিয়নের গোনাইসার গ্রামে। তার দুই ছেলে সিরাজুল ও মনির চাষাড়া বিলাসবহুল ফ্লাটে থকে। 
সাজ্জাদ রোমন জানান, ওই বৃদ্ধা মায়ের দুই ছেলেকে ডেকে বলেছি। এক্ষুণি যদি তারা মায়ের চিকিৎসার ব্যবস্থা না করেন তবে তাদের গ্রেফতার করা হবে। পরে তারা আমার কথা শুনেছে।

ওসি প্রত্যাহার
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

নির্বাচন কমিশনের নির্দেশে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মো: হারুন অর রশিদ চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত্র একটি চিঠি চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। 
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো: হারুন অর রশিদ চৌধুরী মুঠফোনে এ প্রতিনিধিকে বলেন, নির্বাচন কমিশন থেকে আমার বদলি সংক্রান্ত্র একটি চিঠি চাঁদপুরে এসেছে শুনেছি। তবে ওই চিঠি এখনো থানায় পৌঁছেনি। 

এদিকে ওসিকে প্রত্যাহারের বিষয়টি শুনেছেন মর্মে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আলী আফরোজ জানিয়েছেন।
উল্লেখ্য, ২৪ মার্চ অনুষ্ঠিত হবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের তিন দিন আগে থানার ওসিকে প্রত্যাহারের ঘটনায় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হঠাৎ করে কেন তাকে প্রত্যাহার করা হয়েছে এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।


আরো সংবাদ



premium cement