২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ’লীগের নেতারা, নৌকার প্রতীক নিতে এলেন প্রার্থী একা

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা - ছবি : নয়া দিগন্ত

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও নৌকা প্রতীকে বিজয়ী সোনারগাঁওয়ের কোন চেয়ারম্যানকে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী মোশারফের সঙ্গে দেখা যায়নি। নৌকার প্রার্থী মোশারফের আত্মীয়-স্বজন ও তার সমর্থকরা তার প্রতীক বরাদ্ধ নিতে নারায়ণগঞ্জ রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যান।

তার সঙ্গে যুবলীগের নেতাকর্মী ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। তবে বিদ্রোহী প্রার্থী সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঙ্গে প্রতীক বরাদ্দ নিতে সোনারগাঁওয়ের আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী ৬ চেয়ারম্যানসহ ৭ চেয়ারম্যান গিয়েছেন।

জানা যায়, ২০১৪ সালে সোনারগাঁওয়ে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা। দু’বছর পর ২০১৬ সালে সোনারগাঁওয়ের ১০টি ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থীকে পরাজিত করে নৌকা প্রতীকে বিজয়ী হন বারদী ইউনিয়ন পরিষদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আরিফ মাসুদ বাবু, কাঁচপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের উপজেলা কমিটির কার্যকরি সদস্য মোশারফ ওমর, পিরোজপুর ইউনিয়নে যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়নে যুবলীগ নেতা হামীম শিকদার শিপলু, সাদিপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, সনমান্দি ইউনিয়নে যুবলীগ নেতা জাহিদ হাসান জিন্নাহ।

এছাড়াও বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হন নোয়াগাঁও ইউনিয়নে ইউসুফ দেওয়ান, বৈদ্যোরবাজার ইউনিয়নে ডা. আব্দুর রউফ, জাতীয় পার্টির হয়ে নির্বাচিত হন শম্ভুপুরা ইউনিয়নে আব্দুর রব।

পরে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জনপ্রতিনিধি ঐক্য ফোরাম নামের একটি সংগঠন গড়ে তোলেন। এ সংগঠন ২০১৮ সালের নির্বাচনে লিয়াকত হোসেন খোকাকে নির্বাচিত করার লক্ষ্যে মাঠে কাজ করেছেন। সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা কাজ করলেও উপজেলা নির্বাচনে উল্টো চিত্র দেখা যাচ্ছে।

মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আরিফ মাসুদ বাবু, সাদিপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, সনমান্দি ইউনিয়নে যুবলীগ নেতা জাহিদ হাসান জিন্নাহ ছাড়া বাকি চেয়ারম্যানদের দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঙ্গে।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এ বিভক্তি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশারফের কতটা ক্ষতির কারণ হয়ে দাড়ায় এ নিয়ে পুরো সোনারগাঁওয়ে গুঞ্জন শুরু হয়েছে।

বৈদ্যোরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন মেম্বার জানান, সোনারগাঁওয়ে নৌকা প্রতীক দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। নৌকার প্রার্থীর পক্ষে সোনারগাঁওয়ের জনগন রয়েছেন। আগামী নির্বাচনে নৌকার বিজয় হবে সুনিশ্চিত। যারা নৌকার বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে রয়েছেন আশা করি সবাই বিদ্রোহী ছেড়ে নৌকার পক্ষে মাঠে নেমে নৌকাকে বিজয়ী করবেন।

সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন সাবু জানান, স্বতন্ত্র হিসেবে মাহফুজুর রহমান কালাম মাঠে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের দুঃসময়ে কালাম সোনারগাঁওয়ের জন মানুষের সঙ্গে ছিলেন। তাই উপজেলা পরিষদ নির্বাচনে সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ সাধারণ জনগন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে রায় দেবেন।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম জানান, মানুষের ভালবাসা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছি। মাঠে আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমাকে জনপ্রতিনিধি ঐক্য ফোরাম সমর্থন দিয়েছেন। ঐক্য ফোরামের মধ্যে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যানরাও রয়েছেন।

সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন জানান, সোনারগাঁওয়ে সাধারণ মানুষের ভালবাসা নিয়ে নৌকা প্রতীকের নির্বাচন করছি। আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিরোধিতা করে যারা বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করছেন আশা করছি অচিরেই মাঠে নেমে নৌকার পক্ষে ভোট চাইবেন। আমি সকলের সহযোগিতা নিয়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দিতে চাই।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া জানান, আমি জননেত্রী শেখ হাসিনার দল করি। আমিও মনোনয়ন চেয়েছিলাম। নেত্রী যাকে সোনারগাঁওয়ের যোগ্য মনে করেছেন তাকে মনোনয়ন দিয়েছেন। আমি তার পক্ষে মাঠে নেমে কাজ করবো। দলের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারিনা।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত

সকল