২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শিশুকন্যাকে ধর্ষণ : গণপিটুনি দিয়ে ধর্ষক বাবাকে পুলিশে সোপর্দ

ধর্ষণ
ধর্ষক মো: হানিফ - ছবি : নয়া দিগন্ত

সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় বাবা কর্তৃক নিজ শিশুকন্যাকে (১১) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এদিকে ধর্ষিতা ওই শিশুকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় জাহাঙ্গীরের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। পরে রাতে পুলিশ খবর পেয়ে ধর্ষিত ওই শিশুটিকে উদ্ধার এবং ধর্ষক বাবাকে আটক করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাতেই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধর্ষক বাবার নাম মো: হানিফ (৪৫)।

ধর্ষিতা ওই শিশুর মায়ের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইব্রাহিম পাটোয়ারী জানান, সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো এক সময় তার স্বামী হানিফ নিজ শিশুকন্যাকে ধর্ষণ করে। সে সময় শিশুটির মা বাড়ির বাইরে ছিলো। কাজ থেকে বিকেল সাড়ে ৫টার দিকে ফিরে এলে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি খুলে বলে।

এসময় শিশুটির মা বাড়ির মালিক জাহাঙ্গীরকে বিষয়টি অবহিত করে। আস্তে আস্তে পুরো ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা একসময় ধর্ষক বাবা হানিফকে গণপিটুনি দেয়।

সন্ধ্যার পরে বিষয়টি বাড়ির মালিক জাহাঙ্গীর থানা পুলিশকে অবহিত করে। পরে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিত ওই শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক বাবা হানিফকে আটক করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় তাদেরকে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হানিফকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর থানায় নিয়ে আসা হয়।

এদিকে রাতে ধর্ষিত ওই শিশুটিকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শিশুটির একটি অপারেশন হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

ধর্ষক বাবা হানিফ ভোলা জেলার পাঙ্গাসায়া গ্রামের মৃত মো: শাহেদের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী বলে জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পশ্চিমপাড়া এলাকায় বাবা কর্তৃক নিজ শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষক বাবাকে আটক করেছি। এবং ধর্ষিতা ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি চিকিৎসার জন্য। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন :
সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গণপিটুনি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
সিদ্ধিরগঞ্জের গোদনাইল পূর্ব এনায়েতনগর এলাকায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক লাল চানকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের পূর্ব এনায়েতনগর গ্যাস কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটির মায়ের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জসিম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেল ৪টায় শিশুটি পানি আনার জন্য স্থানীয় বাড়ির মালিক সাজিদ হোসেনের বাড়িতে যায়। এ সময় সাজিদ হোসেনের দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া লাল চান শিশুটিকে কিছু কাজ করে দেয়ার কথা বলে তার রুমে নিয়ে যায়। এ সময় লাল চান রুমের দরজা বন্ধ করে দেয়। পরে সে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এবং এ ঘটনা কাউকে না বলার জন্যও ভয়ভীতি দেখায়।

পরে সন্ধ্যায় শিশুটির মা গার্মেন্ট থেকে বাড়ি ফিরে এলে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি খুলে বললে শিশুটির মা তার এলাকার কয়েকজনকে নিয়ে ধর্ষক লাল চানের ভাড়া বাড়িতে গিয়ে তাকে আটক করে। এ সময় এলাকার উত্তেজিত জনতা লাল চানকে গণপিটুনি দেয়। পরে সন্ধ্যায় বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়। লাল চান জামালপুর জেলার মেলান্দহ থানার দেল্লাবাড়ি এলাকার মহসিনের ছেলে। লাল চান দুই ছেলে ও ১১ বছর বয়সের এক কন্যাসন্তানের জনক বলে বলে জানা গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ জানান, এক শিশুকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের পূর্ব এনায়েতনগরের জনগণ একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আমরা ধর্ষণের শিকার শিশুটিকেও উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement
জবিতে ভর্তি পরীক্ষায় আসন বেড়েছে ৫০টি বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না

সকল