১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সালথায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০

পুলিশের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ, গ্রেফতার ১২
-

ফরিদপুরের সালথা উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে রাসেল শেখ (২৪) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষে আরো ৩০ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষকালে পুলিশ উপস্থিত হয়ে টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, আজ রোববার সকাল ৭টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামের বাজারের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলো স্থানীয় ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সমর্থক রাসেলসহ কয়েকজন। এসময় সাবেক ইউপি সদস্য লুৎফর মোল্যার সমর্থকেরা তাদের উপর হামলা চালায়।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে রামকান্তপুর ইউপি সদস্য মঞ্জু মাতুব্বরের সাথে সাবেক ইউপি সদস্য লুৎফরের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে মঞ্জু মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষে বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের পুত্র রাসেল শেখ প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বড় ভাই জামাল শেখ। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড শর্টগানের গুলি ও ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সালথা থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইসফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল