২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাজবাড়ীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৩ সদস্য আটক

প্রশ্ন ফাঁস
আটককৃত তিন ব্যক্তি - ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলার সদর উপজেলা থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে তিন যুবককে আটক করেছে ফরিদপুরের র‌্যাব-৮ কোম্পানির সদস্যরা। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। ভুয়া প্রশ্ন বিক্রি করতে কয়েকটি অনলাইন পেজও চালু করেছিল তারা।

আটককৃতরা হলো- ইন্দ্রনারায়নপুর গ্রামের মো: হক মিয়ার পুত্র মো: মতিন মিয়া (২৫) এবং সদর উপজেলার গোপীনাথদিয়া গ্রামের মো: ইউসুফ আলী খানের পুত্র কামরুল হাসান (২৩) ও মো: আবু বক্কর সিদ্দীকের পুত্র মো: জুয়েল হোসেন (২৫)।

বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮-এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর থানার বিভিন্ন এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে বলে সংবাদ পাই। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, তারা উক্ত প্রতারণার সাথে জড়িত।

এ সময় তাদের নিকট থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

র‌্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা দক্ষ মোবাইল টেকনিশিয়ান। তারা প্রতারণার উদ্দেশ্যে নিজেরাই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায় অবলম্বন করে সরবরাহ করার নিমিত্তে অনলাইনভিত্তিক বেশ কয়েকটি পেজ চালু করে। এছাড়াও বিভিন্ন বোর্ড পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন সংক্রান্ত কার্যক্রমের প্রমাণও পাওয়া যায়।


আরো সংবাদ



premium cement