১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে ৩ ভুয়া পুলিশ গ্রেফতার; অস্ত্র ও গাড়ি উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পুলিশের স্টিকার লাগানো ১টি মাইক্রোবাস, ২টি মটরসাইকেল, ২টি কুড়াল, ২টি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার হাতিয়াব এলাকার ইজ্জত আলীর ছেলে আব্দুল জলিল (৩৫), একই থানার ভুরুলিয়া এলাকার মোস্তফা আলীর ছেলে রায়হান আলী (২০) ও ক্ষুদে বরমী এলাকার সুরুজ পালোয়ানের ছেলে আরিফ পালোয়ান (৩০)।

র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সদর থানাধীন হাতিয়াব এলাকায় ভুয়া পুলিশ পরিচয়দানকারী, প্রতারক চক্রের সদস্যরা সোমবার বিকেলে প্রতারণা করার জন্য অবস্থান করছে। এ গোপন সংবাদ পেয়ে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পুলিশের স্টিকার লাগানো ১টি মাইক্রোবাস, ২টি মটরসাইকেল, ২টি কুড়াল, ২টি ছুরি জব্দ করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাজীপুরের বিভিন্ন স্থানের নিরীহ মানুষদেরকে অস্ত্র, চাপাতির ভয় দেখিয়ে ও চেতনা নাশক জাতীয় ঔষধ খাইয়ে, গ্রেফতারের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা, গহনা, মোবাইল ছিনিয়ে নিত। তারা একে অপরের যোগসাজসে উক্ত গাড়ীযোগে দীর্ঘদিন যাবত এই কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement