২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছার মৃত আব্দুস সালামের স্ত্রী জরিনা বেগম (৬০) ও আব্বাস আলী তালুকদারের ছেলে এজহারুল ইসলাম (৫০)।

কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার ফলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কালিহাতী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement