২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফরিদপুরে রাজনীতির মাঠে নায়াব ইউসুফের চমক

নায়াব ইউসুফ - ছবি : নয়া দিগন্ত

ফরিদপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে শহরের কমলাপুরে অবস্থিত ঐতিহাসিক ময়েজ মঞ্জিলের। প্রায় দু’শো বছরের রাজনৈতিক ঐতিহ্য সমৃদ্ধ এ পরিবারটি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমল ও স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন এ পরিবারের উত্তরসূরীরা। রাজনীতির পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে এ পরিবারটি।

স্বনামধন্য জমিদার ময়েজউদ্দিন বিশ্বাসের সুযোগ্য সন্তান ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া উপমহাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। মোহন মিয়ার জ্যেষ্ঠ সন্তান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের সদর আসনের পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য ও তিন বারের মন্ত্রী। বিএনপি আমলে স্বাস্থ্য, খাদ্য ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মতো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনেও তিনিই এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে লড়ছেন। এই আসনে রাজনীতির মাঠে নতুন চমক সৃষ্টি করেছেন তারই কন্যা নায়াব ইউসুফ। কামাল ইবনে ইউসুফের বিকল্প প্রার্থী হিসেবে এবার বিএনপির মনোনয়ন পেয়ে সবার নজর কেড়েছেন।

বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীর ভিড়ে দলের বিকল্প প্রার্থী হিসেবে তার মনোনয়ন লাভ রাজনীতির মাঠে তাকে এগিয়ে নিয়ে গেছে। রাজনীতির মাঠে নতুন চমক সৃষ্টি করেছেন তিনি। এর মাধ্যমে তিনি ঐতিহাসিক ময়েজ মঞ্জিলের পরবর্তী উত্তরসূরী হিসেবেও জানান দিয়েছেন।

দীর্ঘদিন থেকেই নানাবিধ কর্মকান্ডে সম্পৃক্ত রেখেছেন রাজনৈতিক পরিবারের এ সন্তান। ফরিদপুর জেলা বিএনপির প্রস্তাবিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া জিয়া সাইবার ফোর্স ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ঢাকা সিটি কলেজ থেকে গ্রাজুয়েশন লাভ করেছেন। দুই ছেলে ও এক মেয়ের জননী তিনি।

এ ব্যাপারে নায়াব ইউসুফ নয়া দিগন্তকে বলেন, ‘২০০৮ সালে নির্বাচনের মাঠে নেমে আমার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রতি মানুষের যে ভালবাসা ও ভক্তিশ্রদ্ধা দেখেছি তার কারণে আর রাজনীতির মাঠ থেকে ফিরতে পারিনি। এ অঞ্চলের মানুষের আশা-আকাক্সক্ষার একটি নাম ময়েজ মঞ্জিল। তাদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে। এজন্য আগামী দিনগুলো তাদের জন্য কাজ করতে নিজেকে উৎসর্গ করেছি।’

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ এ ব্যাপারে বলেন, ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে ইতিমধ্যে নায়াব ইউসুফ ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তরুণদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ময়েজ মঞ্জিলের সুযোগ্য উত্তরসুরী হিসেবে তিনি জনমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।’

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘বিনয়ী, সদালাপী ও অতিথিপরায়ণতাসহ নানাবিধ গুণাবলী নায়াব ইউসুফকে ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগ্য করে তুলেছে। সাধারণ মানুষের মাঝে মিশে যাওয়ার বিশেষ গুণ রয়েছে তার। এ কারণে তরুণদের পাশাপাশি প্রবীণেরাও মুগ্ধ তার প্রতি। তার নেতৃত্বের প্রতি আমরা সবাই আস্থাশীল।’


আরো সংবাদ



premium cement