২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নরসিংদী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইফতেখার উদ্দিন

- সংগৃহীত

আরাফাত রহমান (কোকো) যুব ও ক্রীড়া সংসদ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি মোঃ ইফতেখার আহমেদ ভূইয়া ইতু নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সাথে ধানের শীষ প্রতীকে লড়তে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।

২৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত বৃহত্তর রায়পুরা উপজেলা সংসদীয় আসন। এ আসনটি ১৯৯৬ সাল থেকে টানা ২২ বছর আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন আহম্দে রাজু দখল করে আছেন। বিএনপির ভোট ব্যাংক থাকা সত্বেও বার বার পরাজয় ঠেকাতে বিএনপি তার মত যোগ্য শিক্ষিত প্রার্থীকে মনোনয়ন দিবে বলে আশাব্যক্ত করেন তিনি।

তার পিতা মরহুম মতলেব ভূইয়া পাকিস্তান প্রাদেশিক পরিষদের র্পালামেন্টারী সেক্রেটারী ও তৎকালীন (রায়পুরা-শিবপুর-বেলাবো) আসনের এমএনএ তথা এমপি ছিলেন। বড় ভাই প্রিন্সিপাল আবদুল মোমেন ভূইয়া রায়পুরা উপজেলা পরিষদ এর প্রথম চেয়ারম্যান ছিলেন। ফলে ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত রাজনীতিক পরিবারের সন্তান হিসেবে তিনি মনোনয়ন পেলে আসনটি পুনরুদ্ধার করতে পারবেন বলে তিনি মনে করেন।


আরো সংবাদ



premium cement