২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শরীয়তপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

-

‘আয়করে প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর কমিশনার কর অঞ্চল-৭ এর আওতায় শরীয়তপুরে চার দিনব্যাপী আয়কর মেলা-২০১৮ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সদর উপজেলা মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়। কর অঞ্চল-৭ ঢাকা এর আয়োজনে অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার মো: সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডা: মো: খলিলুর রহমান।

কর মেলা ও উদ্বোধনী অনুষ্ঠানে জেলার শতাধিক করদাতা উপস্থিত ছিলেন। মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

আয়োজকরা জানান, করদাতাগণের আয়কর মেলায় ২০১৮-১৯ বর্ষের আয়কর রিটার্ন জমা, ই-টিন রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া করদাতাগণকে আয়কর রিটার্ন পূরণে সহায়তা করার জন্য মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্পডেক্স রয়েছে। জেলায় এ বছর প্রায় ৯৫ কোটি টাকা আয়কর আদায় হবে বলে কর্তৃপক্ষ সূত্র জানায়।


আরো সংবাদ



premium cement