১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাজবাড়ীতে নাশকতা মামলায় ৭ বিএনপি নেতা গ্রেফতার

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সরকারকে বেকায়দায় ফেলানোর লক্ষে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক করছিল। এ সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ককটেল ও পেট্রোল বোমাসহ বাংলাদেশ জামায়াত ইসলামীর ৪ নেতাকে গত ১৩ সেপ্টেম্বর গ্রেফতার করে। এ মামলায় বৃহস্পতিবার বিএনপির ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের মোঃ মফিজ উদ্দিন আহম্মেদের বসতবাড়ীতে গত ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলানোর উদ্দেশ্যে ও ভাবমুর্তি ক্ষুন্ন করা, নাশকতামূলক কর্মকান্ড করার প্রতিশ্রুতি মুলক জামায়াত ইসলামির ২০-২৫জন সদস্যরা গোপন বৈঠকে সরকারী স্থাপনা, সড়কে, যানবাহনে হামলা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষে গোপন বৈঠক করছিল। এ বৈঠক চলাকালে বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে ৩টি কসটেপ দিয়ে মোড়ানো ককটেল, ২৫০ এমএল পেট্রোল ( দাহ পদার্থ) কাচের বোতল ৪টি, বাঁশের লাঠি ৭টি উদ্ধার করে। বালিয়াকান্দি উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ও রাজবাড়ী জজ কোর্টের এ্যাডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক (৪২), চরবহরপুর গ্রামের আঃ রহমানের ছেলে বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ আল হেলাল (২৫), চরফরিদপুর গ্রামের মৃত জয়দার মন্ডলের ছেলে বহরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মোঃ মফিজ উদ্দিন আহম্মেদ (৬০) এবং গোহাইলবাড়ী গ্রামের মৃত শামসুল ইসলাম মোল্যার ছেলে বহরপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারী মোঃ হেদায়েত হোসেন মোল্যা (৫৩) কে গ্রেফতার করে। পুলিশের অভিযান টের পেয়ে অজ্ঞাতনামা ১৫-২০জন পালিয়ে যায়।

এব্যাপারে বালিয়াকান্দি থানার এস,আই নুর মোহাম্মদ বাদী হয়ে গ্রেফতারকৃত ৪জনসহ অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামী করে বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৪/৬ তৎসহ বিশেষ ক্ষমতা আইন ১৫/২৫(ডি) ধারায় মামলা দায়ের করেছেন। এ মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে বৃহস্পতিবার উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের চরআড়কান্দি গ্রামের পাচু মৃধার ছেলে ব্যবসায়ী শাহজাহান মৃধা (৪০), নবাবপুর ইউনিয়নের দুবলাবাড়ীয়া গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে ব্যবসায়ী ও যুবদল নেতা শাহজাহান মিয়া (৪২), জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের আজমল হোসেন মন্ডলের ছেলে ইউপি সদস্য জাহাঙ্গীর মন্ডল (৪৮), বালিয়াকান্দি গ্রামের ইয়াকুব আলী মোল্যার ছেলে ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান (৪২), পাইককান্দি গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে কাজল শিকদার (৪০), খন্দকার সাহেব আলীর ছেলে খন্দকার বিপু (৪৫), নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের মোশারী মল্লিকের ছেলে মানিক মল্লিক (৩০) কে গ্রেফতার করা হয়। এরা সকলেই বিএনপির নেতাকর্মী।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জাকির হোসেন শুক্রবার সকালে গ্রেফতারকৃতদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করেছে।


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল