২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি মাসুদ হিলালী - নয়া দিগন্ত

নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। বুধবার দিনটি উপলক্ষে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের শোলাকিয়ার স্কলার্র’স ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে উপস্থিত হন।

সেখানে দুপুর ১২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা চারদলীয় ঐক্য জোটের সাবেক আহ্বায়ক ও কিশোরগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোঃ মাসুদ হিলালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সাবেক সংসদ সদস্য কবিরউদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুর রহমান সিকদার। জেলা ওলামা দলের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট শাহ কামাল, জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এরশাদউদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ সুমন, মোঃ মাঈনউদ্দিন প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ হিলালী বলেন,‘আমি নির্বাচন করতে মাঠে নামিনি, দেশ ও গণতন্ত্র রক্ষায় আমি মাঠে নেমেছি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাঠে নেমেছি। আমি সংলাপ বুঝি না। খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমি মাঠের আন্দোলনে থাকবো।’

আলোচনা সভায় গতকাল মঙ্গলবারের জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদ জানান মাসুদ হিলালী । সেই সাথে সরকারের পদত্যাগও দাবি করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এ অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদরসহ আশপাশের উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে‘ভিত্তিহীন' তথ্য ব্যবহারের অভিযোগ বাংলাদেশ সরকারের মোদির মুসলিমবিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার ফ্লোরিডায় বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল সেহেলী সাবরীন চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা

সকল