২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫

-

রাজবাড়ীর কালুখালী-ভাটিয়াপাড়া ট্রেন রুটের বালিয়াকান্দিতে ট্রেন ও শ্রমিক টানা ইঞ্জিন চালিত গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলে জুট মিলের ৩ শ্রমিক ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেন উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার চরনওপাড়া রাজ্জাক জুট মিলের ইঞ্জিন চালিত শ্রমিক পরিবহনের গাড়ী প্রবেশ করলৈ দুঘর্টনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহীদ শেখের ছেলে সরোয়ার শেখ (২০), এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২), জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের শুকুর আলী শেখের ছেলে শাকিল শেখ (২০) নিহত হয়।

আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সাকের আলী শেখ (৩০) ও ফজলু শেখ (২৮) নামে আরো ২জন মারা গেছেন বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার শাহাদাৎ হোসেন।

আহত হয়েছে, জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের হারুন শেখের স্ত্রী পপি খাতুন (৩৫), তুলশীবরাট গ্রামের জহুরুল মিয়া স্ত্রী রাফেজা বেগম (২২), মিঠুন বিশ্বাসের স্ত্রী শেফালী বেগম (২৪), বিল্লাল মন্ডলের স্ত্রী আছিয়া বেগম (২৫) সহ ১০ জন আহত হয়েছে। আহতদেরকে মধুখালী হাসপাতালে নিলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর হাসপাতালে প্রেরণ করেন।

বেচে যাওয়া পপি খাতুন জানান, রাজ্জাক খান জুট মিলের ১৪-১৫ জন শ্রমিক কাজ শেষে ইঞ্জিন চালিত গাড়ীতে বাড়ী ফিরছিলেন। ট্রেন আসা দেখে ড্রাইভারকে দেরী করতে বললেও ড্রাইভার বলে বসে থাকেন চলে যেতে পারবো। এসময় ট্রেনটি এসে গাড়ীটি ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার নিয়ে যায়। যে যার মতো গাড়ীর মধ্যে থেকে ঝাপ দেয়।

মধুখালী হাসপাতালের আরএমও ডা. কবির হোসেন জানান, ৯-১০ জন আহত রোগী আসলে তাদের চিকিৎসা শেষে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি ভাটিয়াপাড়া অভিমুখে যাচ্ছিল। বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেল ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় রাজ্জাক খান জুট মিলের গাড়ী রাস্তা পার হওয়ার সময় সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। পরে হাসপাতালে আরো ২ জন নিহত হন বলে জানা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, রাজবাড়ী সহকারী পুলিশ সুপার ফজলুল করিম ঘটনাস্থলে যান। পরে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ঘটনাস্থলে যান। তিনি বলেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী খবর পেয়ে নিহতদের বাড়ীতে যান। নিহতের পরিবারদের সান্তনা দেন ও আর্থিক সহযোগিতা করেন।


আরো সংবাদ



premium cement
আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত

সকল