২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচনের সময় সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল । - সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে তাহলে সেনা মোতায়েন হবে। যারা পরাজয়ের আশংকা করে তারাই সেনাবাহিনী চায়। তারা আরো অনেক কিছুর স্বপ্ন দেখে। । আশা করি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করছে। নারায়ণগঞ্জের পাগলায় ইউএনওডিসি কর্তৃক বাংলাদেশ নৌ পুলিশকে চারটি পেট্রোল বোট ও জেটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসী অপরাধী আমরা কারো মুখ দেখে পরিচয় দেখে অপরাধী বিবেচনা করবো না। আমরা অপরাধ থেকেই অপরাধীর বিবেচনা করবো। অপরাধকারী যেই হোক কোন অপরাধীর স্থান বাংলাদেশে নেই।

জঙ্গীদের ব্যাপারে তিনি বলেন, আমরা জঙ্গীবাদ নিয়ন্ত্রণে গর্ববোধ করি যে আমরা জঙ্গীবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি ও একেবারে নির্মূলে কাজ করে যাচ্ছি।

মাদকের ব্যাপারে মন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসা করেন এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্ট তারা নিজ নিজ ধর্মের রীতি অনুযায়ী তওবা করে ফিরে আসুন নয়তো আপনাদের জন্য সামনে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ‘বিশ দলীয় জোট থেকে দুইটি দল বেরিয়ে গেছে বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগের ইন্ধনে তারা বেরিয়ে গেছে’ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশ দলে যখন ওই দুই দল ছিল তখন তো আওয়ামী লীগকে জিজ্ঞেস করে দলে নেয় নাই বা আওয়ামী লীগের কথায় নেয় নাই। এখন চলে গেছে বলে আওয়ামী লীগকে দোষ দিতে এলে তো চলবে না। এখানে আওয়ামী লীগের প্রশ্ন আসবে কেন?’

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন ও নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামালউদ্দিন, নৌ পুলিশের ডিআইজি শেখ মো: মারুফ হাসান, পুলিশ সুপার আনিসুর রহমান, ইউএনওডিসির প্রোগ্রাম অফিসার সানাকা জয়াসাকারা প্রমুখ।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রশাসন ও নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামালউদ্দিন, নৌ পুলিশের ডিআইজি শেখ মো: মারুফ হাসান, পুলিশ সুপার আনিসুর রহমান, ইউএনওডিসির প্রোগ্রাম অফিসার সানাকা জয়াসাকারা প্রমুখ।


আরো সংবাদ



premium cement
কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

সকল