২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

নিখোঁজের ৪ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

-

নিখোঁজ হওয়ার ৪ দিন পর শরীয়তপুরের জাজিরার বড়মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবিনা আক্তার রুমা (৩৩) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীর পিছনের বাশেঁর ঝাড়ের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সহকর্মী, ছাত্র-ছাত্রী ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জাজিরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

জাজিরা থানা ও স্কুলের প্রধান শিক্ষক খান আব্দুর রহিম সূত্রে জানা গেছে, রুবিনা আক্তার রুমা জাজিরা উপজেলার ২০ নং বড়মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে ২০১০ সাল থেকে কর্মরত আছেন। রুবিনা আক্তার একই উপজেলার মুলনা ইউনিয়েনের মধ্যরায়েরকান্দি গ্রামের মৃত হাসান মুন্সীর মেয়ে। তিনি গত শুক্রবার ২১ সেপ্টেম্বর নিজ বাড়িতে আসরের নামাজ শেষে ব্যাক্তিগত কাজে উপজেলা সদরে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় তার মা মোবাইল ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে গত ২৩ সেপ্টেম্বর রুবিনার ভাই শামসুল হক মুন্সি জাজিরা থানায় একটি সাধারন ডায়েরী করেন। এর পর আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পেছনের বাঁশের ঝাড়ের মধ্যে থেকে লাশের গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দেখতে পায়। পরে তারা জাজিরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে আত্মীয়-স্বজন ও পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জানতে পারেনি।

ভগ্নিপতি কামাল মাদবর বলেন, রুবিনা আর আমার শাশুরী বাড়ীতে থাকেন। রুবিনার এক মাত্র ভাই শামসুল হক মুন্সি ঢাকায় থাকেন। অপর ৪ বোন তাদের শ্বশুর বাড়ীতে থাকে। গত শুক্রবার আমার শাশুড়ির কাছে জাজিরা উপজেলা শহরে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় রুবিনা। এর পর তার কোন খোঁজ পাওয়া যায়নি। আমরা মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানতে পারি নাই।

স্কুলের প্রধান শিক্ষক খান আব্দুর রহিম বলেন, রুবিনা ব্যাক্তিগতভাবে ধার্মিক ও খুবই ভালো চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ২০১০ সাল থেকে নিষ্ঠার সাথে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এ অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে বাঁশঝাড়ের মধ্যে দাড়ানো অবস্থায় অর্ধগলিত ও পোকায় ধরা লাশ উদ্ধার করে। অর্ধগলিত লাশের গায়ে পোকা ধরায় তাৎক্ষনিকভাবে পুলিশ মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা মৃত্যুর কারণ জানতে জোর তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমরা সেমতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী কেএনএফ সন্দেহে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৭ স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মনোনয়নপত্র বাতিল রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু দুই ভাইকে পিটিয়ে হত্যা : ৫ ঘণ্টা অবরুদ্ধ ফরিদপুর-খুলনা মহাসড়ক দুমকিতে সরকারি নির্দেশনা অমান্য করে সভাপতির নির্দেশে ক্লাস চালু সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সকল