১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

গাজীপুরে বজ্রপাতে তিন জনের মৃত্যু

-

গাজীপুরে বিলে মাছ ধরতে গিয়ে সোমবার দিবাগত রাতে বজ্রপাতের পৃথক ঘটনায় চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো একজন। নিহতরা হলো- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পূনসহি দক্ষিন পাড়া এলাকার নূরুল ইসলাম খানের ছেলে তাজুল ইসলাম (৪৪) ও আব্দুল হান্নান শেখের ছেলে মোঃ মামুন শেখ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসারান এলাকার মৃত রবীন্দ্রনাথের ছেলে রখিন্দ্রনাথ (৪২)।

কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইব্রাহিম মোল্লা জানান, কালীগঞ্জ উপজেলার পূনসহি দক্ষিন পাড়া এলাকার তাজুল ইসলাম ও তার প্রতিবেশী ভাতিজা মামুন শেখ বাড়ির পার্শ্ববর্তী বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে সোমবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ী থেকে বের হয়। তারা নৌকায় বসে আলো জ্বালিয়ে টেটা দিয়ে মাছ শিকার করছিল। মাছ ধরার এক পর্যায়ে রাত পৌণে ৩টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় নৌকায় বজ্রপাত হলে তারা দু'জন পানিতে পড়ে তলিয়ে যায়। এ ঘটনা পাশের অন্য নৌকার মৎস শিকারীরা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তাদের খোঁজাখুঁজি করে। শিকারীরা ওই দু’জনের সন্ধান না পেয়ে তাদের বাড়ীতে সংবাদ দেয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিলের পানি থেকে  ওই দু’চাচা-ভাতিজার লাশ উদ্ধার করে।

এদিকে জয়দেবপুর থানার ওসি আবু বকর সিদ্দিক ও গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর জানান, গাজীপুর সদর উপজেলার নাসারান গ্রামের রখিন্দ্রনাথসহ ৪/৫ জন মৎস শিকারী সোমবার দিবাগত রাতে বাড়ীর পার্শ্ববর্তী নাসারন বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে রাত ৩টার দিকে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকার পেছনে বসা রখিন্দ্রনাথ ঘটনাস্থলেই মারা যায়। এসময় ওই ঘটনায় পরিমল (৪৫) নামের অপর একজন আহত হয়। এ ঘটনা পাশের অন্য নৌকার মৎস শিকারীরা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে হতাহতদের উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement