২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চরভদ্রাসনে একইস্থানে দু’দলের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পাশাপাশি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর সমর্থনে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক পৃথক সমাবেশ আহবান করার ঘটনায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মাইকিং করে ওই এলাকায় কোনো পক্ষকে সভা-সমাবেশ না করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এতে বলা হয়, আজ শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। গতকাল শুক্রবার রাত থেকে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা জারির ঘোষণা দু’টি মাইকের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে প্রচার করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চেীধুরী নিক্সন হাজিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ শনিবার বিকেল ৩টায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তার দাফতরিক সফরসূচিতে জানান।

পাশাপাশি একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কাউসারের বাড়ির উঠানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে এক কর্মীসভার ঘোষণা দেয়া হয়। দুটি স্থানের দূরত্ব ১৫০ গজের মতো।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের এই অংশটি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন প্রার্থী কাজী জাফরুল্লাহর সমর্থক।

এ প্রেক্ষিতে শান্তিশৃঙ্খলা ভঙের আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে কোনো প্রকার সভা-সমাবেশ করতে সকলের প্রতি নিষেধাজ্ঞা প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্বল্প পরিসরে পাশাপাশি দুটি জনসভা ডাকায় একে অপরকে উস্কানীমূলক বক্তব্য প্রদান করতে পারে। যা হতে বিবাদ সৃষ্টি হয়ে শান্তি ভঙ্গ হতে পারে। তাই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এব্যাপারে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর অনুসারী ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার আলী মোল্যা বলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের দুই ওয়ার্ডের দুইজন সভাপতি এমপি নিক্সনের সাথে যোগ দিবেন বলে এই সভা পূর্বেই আহ্বান করা হয়েছিলো। এখন এই যোগদান সভা বানচাল করার জন্য প্রশাসন দিয়ে বাধা দেয়া হচ্ছে।

আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার মোল্যা বলেন, হাজিডাঙ্গি স্কুলের কোনো মাঠ নাই। নিক্সন এমপি সাহেব যেখানে সভা ডেকেছেন সেটি আমার বাড়ির মাঠ। স্কুলটিও আমাদের জমির উপরেই। তিনি এতো জায়গা থাকতে কেনো আমার বাড়ির সামনে এসে মিটিং করবেন?


আরো সংবাদ



premium cement