২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

 মই বেয়ে যাতায়াত

অবৈধভাবে জমি দখল করে দেয়াল নির্মাণ করায় এভাবেই যাতায়াত করতে হয় কয়েকটি পরিবারের সদস্যদেরকে। - ছবি: নয়া দিগন্ত

‘তরুর বাজারে আমাদের একটি দোকান ঘর ছিল। এই দোকান ঘরটিতে আমার ছেলে ব্যবসা করতো। যা আয় হতো তা দিয়ে আমাদের সংসার চলতো। ঘরটি নুরুল ইসলাম শেখ ভেঙ্গে দিয়েছে। এখন খেয়ে না খেয়ে আমাদের দিন চলে’- কান্না জড়িত কন্ঠে এ ভাবেই কথা গুলো বললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের নয়াকান্দি তরুর বাজারের বিধবা আলোমতি বিশ্বাস।

একই ভাবে বিধবা চিপমনি বিশ্বাস, আরতি বিশ্বাস, সুবোধ সমাদ্দার, সুখরঞ্জন জয়ধর, খগেন বিশ্বাস, শান্তি জয়ধর, আক্কাস শেখ, নুরুই ইসলাম একই ধরণের অভিযোগ করেন।

এ সকল পরিবারের লোকজন দ্রুত জমি ফেরত পাওয়াসহ দোষী ব্যক্তির শাস্তি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তারা জানান, পাশ্ববর্তী টুঙ্গিপাড়া উপজেলার করফা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী নুর ইসলাম শেখ কোটালীপাড়া উপজেলার নয়াকান্দির তরুর বাজারে ব্যক্তিগত জমিসহ সরকারী জমি দখল করে নিয়েছে। দখলকৃত জমির উপর দীর্ঘ দেওয়াল তুলে দেওয়ায় বিপাকে পড়েছেন ৬১টি পরিবার ও ব্যবসায়ীরা।

ভুক্তভোগী শাজাহান ব্যাপারী জানান, কয়েকটি পরিবারের লোকজন ও এ সকল পরিবারের স্কুলগামী শিক্ষার্থীদেরকে মই দিয়ে দেওয়াল পার হয়ে যাতায়াত করতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এ নিয়ে প্রতিবাদ করলেই দেওয়া হয় হুমকি। ফলে অনেকেই ভয়ে কথা বলতে চান না। আমি দ্রুত জমি ফেরতসহ দোষীদের শাস্তির দাবী করছি।

এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত নুর ইসলাম শেখকে পাওয়া যায়নি। তবে তার ভাই ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান,আমার ভাইয়ের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কারো জমি দখল করিনি। জমি ও দোকান ঘর গুলো সম্পূর্ণ আমার ভাই বৈধ্য ভাবে ক্রয় করেছেন।

কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, নুর ইসলাম শেখ সরকারি ও ব্যক্তিগত জমি দখল করেছেন এমন অভিযোগ আমি শুনেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি ।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ।

 

আরো পড়ুন: কোটালীপাড়ায় গাঁজাসহ ভাইস চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা, ০৮ জুন ২০১৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী সরকারের ছেলে ফুয়েল (১৮) ও তার বন্ধু সিহাব বিশ্বাস (১৮) কে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। 
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার ওয়পদারহাট সড়কের বীরেন বৈদ্যর বাড়ির সামনে থেকে ৪০গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। 
কোটালীপাড়া থানার এসআই বাচ্চু শেখ বলেন, গাঁজা সহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরো পড়ুন: স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় ব্যবসায়ী আটক
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা, ০৬ জুন ২০১৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফুসলিয়ে স্কুলছাত্রী ধর্ষণ টেষ্টা ঘটনায় পুলিশ হানিফ ব্যাপারী (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে কোটালীপাড়া থানা পুলিশ উপজেলার রামশীল বাজার থেকে তাকে আটক করে।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে হানিফ ব্যাপারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫, তারিখ- ০৫/০৬/২০১৮।

জানা গেছে, হানিফ ব্যাপারী রামশীল বাজারে ইট বালুর ব্যবসা করেন। তার বাড়ি পার্শবর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার চান্দগ্রামে। তার পিতার নাম খালেক ব্যাপারী।


ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, আমার মেয়ে রামশীল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। গত রোববার সন্ধ্যায় সে রামশীল গ্রামে আমার বড় ভাইয়ের বাড়ি থেকে ফিরছিলো। রামশীল সুইচ গেটের কাছে আসলে তার কাছে থাকা ৩ শ’ টাকা হারিয়ে যায। টাকা খুঁজতে খুঁজতে আমার মেয়ে হানিফের দোকানের সমনে যায়। হানিফ তাকে জিজ্ঞাসা করে তুমি কি খুঁজছো। তখন আমার মেয়ে ৩ শ’ টাকা হারিয়ে যাওয়ার কথা বলে। হানিফ বলে, তোমার হারিয়ে যাওয়া টাকা আমি পেয়েছি। আমার কাছে আছে। আমার কথা শুনলে আমি তোমাকে টাকা ফেরৎ দেব। এ কথা বলে সে আমার মেয়েকে দোকানের পেছনে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়ের চিৎকার শুনে আশাপাশের লোকজন এগিয়ে আসেন। তারা আমার মেয়েকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়। এ ব্যাপারে আমি মঙ্গলবার কোটালীপাড়া থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাকে আটক করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত ব্যবসায়ী হানিফ ব্যাপারী স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। একটি মহল ফায়দা লুটতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই ছাত্রীর পিতাকে দিয়ে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দিয়েছে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে রামশীল বাজার থেকে অভিযুক্ত হানিফ ব্যাপারীকে আটক করা হয়েছে। পরে জেল হাজতে প্রেরণ করা হয়।


আরো সংবাদ



premium cement