২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সোনারগাঁওয়ে বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

-

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত রোববার রাতে তালতলা ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বাদী হয়ে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় আরো ২০-৩০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকারকে মামলায় প্রধান আসামী করা হয়। মামলায় আগামী নির্বাচনকে সামনে রেখে গনতান্ত্রিক সরকারকে উৎখাত ও বিস্ফোরক দ্রব্য দিয়ে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্যে ষড়যন্ত্রের করছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সোনারগাঁও থানার ওসি মো: মোরশেদ আলম পিপিএম জানান, উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার ও সভাপতি কামরুজ্জামান মাসুম সাদিপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে গত শনিবার রাতে সাদিপুর ইউনিয়নের নয়াপুর মাঠে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলায় ষড়যন্ত্র করছিল। এমন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই সভা থেকে সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম সরকারকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সভার অন্য সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে গত রোববার রাতে ৪৪ জনের নাম উল্লেখসহ আরো ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement