২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৭দিন পর পদ্মার ভাঙ্গনে নিখোঁজ আল আমিনের লাশ উদ্ধার

-

পদ্মার ভাঙ্গনে নিখোঁজ হওয়ার ৭ দিন পর আল আমিন শেখের লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার মেঘনা নদীর চাঁদপুরের হাইচর আলুর বাজার এলাকায় আল আমিনের লাশটি পাওয়া যায়। লাশ সনাক্ত করেছেন আল আমিনের চাচা আবুল কালাম আজাদসহ স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেন নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন ও আল আমিনের অপর চাচা মামুন শেখ।
নড়িয়া থানা ও শরীয়তপুর ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, গত ৭ আগস্ট দুপুরে হঠাৎ পদ্মা নদীর ভাঙ্গনে নড়িয়া উপজেলার সাধুর বাজার লঞ্চঘাট ধসে পদ্মায় বিলীন হয়ে যায়। এ সময় ঘাটে থাকা দর্শনার্থী ও দোকানপাট ও মালামাল সরিয়ে নেয়ার কাজে নিয়োজিত কমপক্ষে ৩৫ থেকে ৪০ জন লোক, ৫টি ব্যবসা প্রতিষ্ঠান, ২ টি ট্রলি, একটি মালামাল বহনকারী মাহেন্দ্র গাড়ী ও ৩টি মোটর সাইকেল স্রোতের টানে নদী গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয় লোকজন ২০ জনকে উদ্ধার করে নড়িয়ার মুলফৎগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বরিসাল জেলার বাসিন্দা আইটেল মোবাইল কোম্পানীর শরীয়তপুরের এরিয়া ম্যানেজার আল আমিনসহ ১০ জন নিখোঁজ হয়। নিখোঁজের ৭ দিন পর আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলার হাইমচর থানার মেঘনা নদীর আলুর চর নামক স্থানে আল আমিনের লাশ খুঁজে পায় তার স্বজনরা।


আরো সংবাদ



premium cement