২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে নির্মাণ কাজের উদ্যোগ

-

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও জঙ্গল ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে ৩টি স্পটে স্পার ( জিও ব্যাগ) নির্মাণ কাজের উদ্যোগ গ্রহন করেছে পাউবো।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন পরিদর্শন করেছেন, ফরিদপুর পওর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হেকিম, রাজবাড়ী পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, বালিয়াকান্দি পওর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এস,এম নুরুন্নবীসহ এস,ওরা। গড়াই নদীর ভাঙ্গন দেখার পর নারুয়া খেয়া ঘাট, জামসাপুর ও পোটরা এলাকায় ভাঙ্গন প্রতিরোধে জরুরী ভিত্তিতে স্পার নির্মাণ কাজ করা হবে।

বালিয়াকান্দি পাউবোর এস,ও মাহমুদুল হাসান জানান, প্রায় ৩৫-৩৬ লক্ষ টাকা ব্যয়ে নারুয়া খেয়া ঘাট, জামসাপুর ও পোটরা এলাকায় ভাঙ্গন প্রতিরোধে জরুরী ভিত্তিতে স্পার নির্মাণ কাজ করা হবে। এ কাজ দ্রুতই শুরু হবে।


আরো সংবাদ



premium cement