২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজবাড়ীতে ৪বছরে বজ্রপাতে ২১ জনের মৃত্যু

-

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি, পাংশা, কালুখালী, গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে ২০১৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছেন।
রাজবাড়ী জেলা প্রশাসকের সিএ মোঃ মকবুল খান জানান, ২০১৫ সাল থেকে ১০১৮ সাল পর্যন্ত গত ৪ বছরের মধ্যে ২০১৮ সালে এ পর্যন্ত বালিয়াকান্দি উপজেলায় ৩ জন এবং গোয়ালন্দ উপজেলায় ১ জনসহ ৪ জনের মৃত্যু হয়। ২০১৮ সালে এ পর্যন্ত রাজবাড়ী সদর, পাংশা ও কালুখালী উপজেলায় বজ্রপাতে নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। ২০১৭ সালে গোয়ালন্দ উপজেলায় ১জন, পাংশা উপজেলায় ২ জন এবং বালিয়াকান্দি উপজেলায় ৪ জনসহ ৭ জন মারা যায়। ২০১৭ সালে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলায় বজ্রপাতে নিহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি। ২০১৬ সালে রাজবাড়ী সদর উপজেলায় ২ জন, গোয়ালন্দ উপজেলায় ২ জন এবং কালুখালী উপজেলায় ২ জনসহ মোট ৬ জন মারা যায়। ২০১৬ সালে পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে নিহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি। ২০১৫ সালে রাজবাড়ী সদর উপজেলায় ২ জন, পাংশা উপজেলায় ২ জনসহ মোট ৪ জন মারা যায়। ২০১৫ সালে গোয়ালন্দ, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে নিহত হওয়ার কোন সংবাদ পাওয়া যায়নি। ২০১৮ সালে বালিয়াকান্দি উপজেলায় গত ৬ এপ্রিল ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মৃত দানেজ শেখের ছেলে ফেলু শেখ (৪৬) নিজ বাড়িতে, গত ৩০ এপ্রিল নবাবপুর ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামের মসলেম উদ্দিন ( মটে) ছেলে মতিয়ার রহমান (৩৫), নিজ বাড়িতে, গত ১৪ মে নবাবপুর ইউনিয়নের বনগ্রামের জিন্দার শেখের ছেলে লোকমান হোসেন (৩১), খোলা মাঠে এবং গোয়ালন্দ উপজেলায় গত ৫ মে উজানচর ইউনিয়নের মজলিশপুর গ্রামের হাতেম আলীর ছেলে খোরশেদ বেপারী (১৫) খোলা মাঠে বজ্রপাতে মারা যায়। হন। ৪ জনের স্বজনদেরকে জেলা প্রশাসনের পক্ষ হতে মানবিক সহায়তা তহবিল হতে ২৫ হাজার করে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
২০১৭ সালে গোয়ালন্দ উপজেলায় গত ৪ আগষ্ট উজানচর ইউনিয়নের উত্তর উজানচর নতুনপাড়া গ্রামের মৃত ভুবন মোহন বিশ্বাসের ছেলে বাসুদেব বিশ্বাস (৭১) মাঠে, পাংশা উপজেলায় গত ২৪ এপ্রিল মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামের মৃত শহিদ মন্ডলের ছেলে জাহিদ মন্ডল (৩৬) মাঠে, গত ১ জুন কসবামাজাইল ইউনিয়নের সূবর্ণখোলা গ্রামের মৃত ময়ন উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৩) গড়াই নদীতে, বালিয়াকান্দি উপজেলায় গত ২৮ মে বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল শেখের ছেলে লিটন সেখ (২৮) মাঠে, গত ৩০ জুলাই বালিয়াকান্দি ইউনিয়নের পশ্চিম মৌকুড়ি গ্রামের মৃত মহাদেব মন্ডলের ছেলে সুবাস মন্ডল (৭২) মাঠে, গত ৫ সেপ্টেম্বর জামালপুর ইউনিয়নের বাকসীডাঙ্গী গ্রামের মালেক শেখের ছেলে জহুরুল ইসলাম (২৬) মাঠে এবং একই ইউনিয়নে মাশালিয়া গ্রামের কান্তিলাল সমাদ্দারের ছেলে কল্যাণ সমাদ্দার (২২) মাঠে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। ২০১৬ সালে রাজবাড়ী সদর উপজেলায় গত ৩১ মার্চ সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের নাছির উদ্দিনের ছেলে বাবলু মোল্লা (৪২) খোলা মাঠে, একদিন বসন্তপুর ইউনিয়নের শায়েস্তাপুর গ্রামের ইশারত মোল্যার ছেলে রাজু মোল্লা (১৮) খোলা মাঠে, গোয়ালন্দ উপজেলায় গত ১৬ আগষ্ট ছোটভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামের মৃত জামাল শেখের ছেলে আবু বক্কার শেখ (৪৫) ও মৃত ওয়াজদ্দিন মন্ডলের ছেলে লাল মিয়া (৪১) মাঠে এবং কালুখালী উপজেলায় গত ১৩ মে রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের তারা শেখের ছেলে বিল্লাস শেখ (৩৬) ও একই ইউনিয়নের ভাগলপুর গ্রামের মৃত সমেজ শেখের ছেলে জাহের আলী শেখ (৫৮) মাঠে বজ্রপাতে মৃত্যুবরণ করেন। ২০১৫ সালে রাজবাড়ী সদর উপজেলায় গত ১৫ মে শহীদওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের বাদশা শেখের ছেলে রুবেল শেখ (১২) ও একই গ্রামের আরমান শেখের ছেলে পারভীন বেগম (২৩) উভয়ে নিজ বাড়িতে, পাংশা উপজেলায় গত ২০ অক্টোবর মাছপাড়ার নবীন মোল্যার ছেলে আবুল কাশেম মোল্লা (৫৫) খোলা মাঠে এবং ২ আগষ্ট সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের মৃত আজাহার কাজীর স্ত্রী জোসনা কাজী (৬১) খোলা মাঠে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে বজ্রপাতে মৃত্যুবরণকারী ১৭ জনের মধ্যে ৩ জনের নিকট স্বজনদেরক ১০ হাজার টাকা করে ৩০ হাজার, ৫জনকে ২০ হাজার টাকা করে ১ লক্ষ এবং ১জনকে ২৫ হাজার টাকা মানবিক সহায়তা তহবিল হতে জেলা প্রশাসন ১ লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেছে।


আরো সংবাদ



premium cement