১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আমি সমাজ পরিবর্তনের ডাক দিচ্ছি : হাসান সরকার

আমি সমাজ পরিবর্তনের ডাক দিচ্ছি : হাসান সরকার - ছবি : নয়া দিগন্ত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের ২০ দলীয় জোট মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা হাসানস উদ্দিন সরকার বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটি একটি স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নেতৃত্বের গুনগত মানের ওপর নির্ভর করে ওই সমাজের ভাল-মন্দের দিগগুলি। তাই এই নির্বাচনে আমি আপনাদেরকে সমাজ পরিবর্তনের ডাক দিতে এসেছি।’
হাসান উদ্দিন সরকার শনিবার টঙ্গীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে শরিক হন। তিনি জামাতের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দোয়া চেয়ে বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘একজন ভালো মানুষ একদিকে, আর এক হাজার চোর একদিকে; কার মর্যাদা বেশি ? নিশ্চয় যিনি ভালো মানুষ তার মর্যাদা বেশি। আমি আপনাদের মধ্যে সেই কাঙ্ক্ষিত ভালো মানুষটি হতে চাই।’
সমাজ দ্রুত মন্দের দিকে পরিবর্তনে গভীর উদ্বেগ প্রকাশ করে হাসান সরকার বলেন, ‘টঙ্গীর এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মর্যাদাটুকুও আমরা রক্ষা করতে পারি না। এখানে যা শুরু হচ্ছে হয়তো আগামী দিনে আলেমরা এমন ফতোয়া দিতে পারেন যে, এখানে নামাজ পড়া জায়েজ হবে না।’ তিনি মাঠটির মর্যাদা ও পবিত্রতা রক্ষা করার জন্য টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে বলেন, ‘একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এতো বড় মাঠ কেন রাখা হয়েছিল তা আমাদেরকে ভুলে গেলে চলবে না।’

ঈদের জামাতে ঈমামতি করেন পীরে কামেল মুফতি ইউনুস সাহেদী। মুসল্লিদের উদ্দেশ্যে বয়ানকালে তিনি বলেন, হাসান উদ্দিন সরকারের নিয়তের সাথে আমলের মিল আছে। তিনি যে নিয়তে সিটি নির্বাচনে প্রার্থী হয়েছেন তাতে তিনি পাশ করেছেন। তিনি পরাজয় হলে এটি তার পরাজয় হবে না, এটি হবে আমাদের (জনগণের) পরাজয়।

মুফতি ইউনুস সাহেদী এলাকার মসজিদগুলোর ঈমামদের উদ্ধৃতি দিয়ে বলেন, এই ঈদগাহ ময়দানে যেসব অনুষ্ঠানের অনুমতি দেয়া হয় তাতে পাশের কলেজ মসজিদ, পৌর মসজিদ ও পাইলট মসজিদে নামাজ পড়তেও সমস্যা হয়।
এদিকে হাসান উদ্দিন সরকার ঈদের নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি টঙ্গী বাজার আনারকলি রোডে মুক্তিযোদ্ধা কাজী নূর মুহাম্মদের নামাজে জানাযায় শরিক হন। তিনি দিনব্যাপী নিজ বাসভবনে দলীয় নেতার্কীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের

সকল