২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সড়ক-মহাসড়কে যানজটও নেই, মানুষ স্বস্তিতে ফিরতে : ওবায়দুল কাদের

-

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদে মহাসড়ক ও সড়কে যাত্রীদের চলাচলে কোন সমস্যা হচ্ছে না, যানজটও নেই। নির্দিষ্ট সময়ে ঈদে ঘরমুখো মানুষরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে।
আজ বৃহষ্পতিবার দুপুরে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়া সড়কে ময়নামতিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
খালেদা জিয়ার চিকিৎসা হোক বিএনপি চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাগারে সর্বোচ্চ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি নেতাদের কোন উদ্বেগ নেই। তারা চিকিৎসার নামে রাজনীতি করা নিয়ে ব্যাস্ত।
তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াও করার পর সাধারণ জনগণের সম্পৃক্ততা না পেয়ে এখন হুমকি ধমকি দিচ্ছে। এতে কোন লাভ হবে না।
সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ভারতীয় ঋণের (লাইন অব ক্রেডিট) তিন এর আওতায় ৫ হাজার ৬ শত ৯০ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার ময়নামতি হতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ধরখার পর্যন্ত ৫৮ কিলোমিটার সড়কের ফোরলেইন নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।
তিনি বলেন, কুমিল্লা ব্রাহ্মণবাড়ীয়া সড়কে ৯টি গ্রুপে ৪২ কিলোমিটার সড়ক ৬০ কোটি টাকা ব্যয়ে মেরামত ও সংষ্কার করা হচ্ছে। ইতিমধ্যে মেরামত ও সংস্কার কাজের শতকরা ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাটোয়ারী, জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনসহ জেলা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement