
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ
ঝালকাঠি সংবাদদাতা
১১ অক্টোবর ২০১৭,বুধবার, ১২:৫৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বুধবার সকাল ১০ টায় শহরের ফায়ার সাসর্ভিস সড়কের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম, যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, শ্রমিক দল সভাপতি টিপু সুলতান ও ছাত্রদল নেতা জাহিদ হোসেন। সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।