Naya Diganta

সুন্দরবন রক্ষায় না’গঞ্জে অভিনব প্রতিবাদ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

১২ জানুয়ারি ২০১৭,বৃহস্পতিবার, ০০:২৯


বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রাণবৈচিত্র্যের আঁধার, বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষা ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যর অংশ সুন্দরবন রক্ষায় অভিনব আন্দোলন শুরু করেছে সমগীত সাংস্কৃতিক সংগঠন। তাদের দাবি ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। আন্দোলনের প্রধান উপকরণ হচ্ছে ‘সেভ সুন্দরবন’ লেখা টি-শার্ট ও শপিং ব্যাগ। আর এতে করে প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক এ প্রতিবাদ করবে বলে দাবি করেছে সংগঠনটির সভাপতি অমল আকাশের।
গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে চাষাড়া শহীদ মিনারের পাশে একটি পোশাকের দোকানে ওই ব্যাগ ও টি-শার্টের মোড়ক উন্মোচন করা হয়।

Logo

সম্পাদকঃ আলমগীর মহিউদ্দিন,     চেয়ারম্যান, এমসি ও প্রকাশক : শামসুল হুদা, এফসিএ
১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫