ক্রীড়া প্রতিবেদক
১৭ এপ্রিল ২০১৮,মঙ্গলবার, ০০:০০
ইনজুরির মিছিলে জাতীয় দলের ক্রিকেটারেরা। নাসিরের পর এবার ইনজুরিতে পড়েছেন উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহীম। বিসিবি নর্থের এ ক্রিকেটার আজ থেকে শুরু হওয়া বিসিএলের পঞ্চম রাউন্ড খেলার কথা ছিল। কিন্তু অ্যাঙ্কেলে চোটের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ক’দিন লাগবে সেরে উঠতে সেটাও কেউ বলতে পারছেন না। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, তার অ্যাঙ্কেলে চোট লেগেছে। সময় লাগবে। তাকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। নিয়মিত পর্যবেক্ষণও করছি। কিন্তু কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা এক্ষুণি বলা যাচ্ছে না।’
নাসির ইনজুরিতে পড়ে ছয় মাস মাঠের বাইরে। নাসিরের অস্ত্রোপচারেরও প্রয়োজন রয়েছে। তবে মুশফিকের তেমন কিছু লাগবে না। শুধু বিশ্রামে থাকার পরামর্শ আপাতত।
এ দিকে নাসির যেমন বন্ধুর বিয়ের দাওয়াতে যেয়ে ফুটবল খেলে ইনজুরড হয়েছেন। মুশফিকেরও ইনজুরির পেছনেও রয়েছে সে ফুটবলই। বিসিবি এলে মাঠে নামার আগে নিজেদের মধ্যে হালকা ফুটবল খেলা হয় গা-গরমের জন্য। সেখানেই ব্যথাটা পেয়েছেন।
এ দিকে বাংলাদেশ দলের সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। তার আগে ভারতে যেয়ে আফগানিস্তানের বিপক্ষেও খেলবে তারা তিন ম্যাচের একটি ওয়ানডে অথবা টি-২০ সিরিজ। ফলে মুশফিক সেটাতে অংশ নেবেন। বিসিএলে খেলছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ম্যাচের প্রস্তুতি নেয়ার জন্যই। এ রাউন্ড খেলতে না পারলে সেটা তার জন্য ক্ষতির কারণ। জাতীয় দলের ক্রিকেটারদের সামনে আর তেমন কোনো সিরিজ নেই ওই সফরের আগে। ফলে বিসিএল দিয়েই গা-গরম করার প্লান তাদের। মুশফিকের জন্য সেটা সমস্যার কারণ হয়ে গেল।