বিনোদন প্রতিবেদক
১৭ এপ্রিল ২০১৮,মঙ্গলবার, ০০:০০
পয়লা বৈশাকে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী নাজু আখন্দের নতুন মিউজিক ভিডিও ‘একাকী স্বপ্ন’। প্রখ্যাত গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ভিডিওটি নির্মাণ করেছেন শেহজাদ তানভীর। ভিডিওতে মডেল হয়েছেন নাজু আখন্দ নিজেই। সঙ্গে রয়েছেন শামীম শরীফ। নাজু জানান, পুরনো ঢাকার বিভিন্ন লোকেশনে দুই দিন ধরে ভিডিওটির শুটিং হয়েছে। গানের সঙ্গে মিল রেখেই রোমান্টির একটি গল্পের ওপর ভিডিওটি করা হয়েছে। ভিডিওতে দেখা যায় কাশ্মিরের একটি ছেলেকে পছন্দ করেন নাজু। একদিন মায়ের সঙ্গে সেই গল্প করেন। এক সময় বিয়েও হয় দুইজনের। নাজু বলেন, ‘এই গানটি আমার অনেক প্রিয়। গানের কথার সঙ্গে মিল রেখেই ভিডিওর গল্প সাজিয়েছি। ভিডিওতে আমি বউ সেজেছি। শুটিংয়ে পুরো সময়টাই বেশ উপভোগ করেছি। আশাকরি দর্শক-শ্রোতারাও উপভোগ করবেন।’
সিডি চয়েসের কর্ণধার সোহেল বলেন, ‘সঙ্গীতপ্রেমীদের পয়লা বৈশাখের আনন্দকে আরো বাড়িয়ে দিতেই মিউজিক ভিডিওটির প্রকাশ করেছি। ভিডিও যে কারো কাছেই ভালো লাগবে।’ উল্লেখ্য, ২০০১ সাল থেকে গান করছেন নাজু আখন্দ। এ পর্যন্ত চলচ্চিত্রের ২২১টি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশ করেছেন চারটি একক অ্যালবাম। সর্বশেষ একক ‘ফিরিয়ে দাও’ প্রকাশ করেন ২০১৬ সালে।