কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
১৫ এপ্রিল ২০১৮,রবিবার, ১৫:১৯
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় নৌকার পক্ষে প্রচারাভিযান শুরু হয়েছে। আজ রবিবার কোটালীপাড়া উপজেলার দ্রেবগ্রাম থেকে প্রধানমন্ত্রীর পক্ষে এ প্রচারাভিযান শুরু করেছেন গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য দেবদুলাল বসু পল্টু।
দ্রেবগ্রাম স্কুল মাঠ থেকে শুরু হওয়া এ প্রচারাভিযানে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ প্রচারাভিযানের গাড়ি বহর সমগ্র কোটালীপাড়া উপজেলা প্রদক্ষিণ করে।