ads

ঢাকা, শনিবার,২১ এপ্রিল ২০১৮

নির্বাচন

শিল্পীর গানে মুগ্ধ তরুণী যা করলেন : ভিডিও ভাইরাল

নয়া দিগন্ত অনলাইন

১৫ এপ্রিল ২০১৮,রবিবার, ১২:৫২


প্রিন্ট
চলছে গানের আসর

চলছে গানের আসর

চলছিল গানের অনুষ্ঠান। সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা তার মধ্যেই নোটবৃষ্টি করলেন গায়কের ওপরে। ভারতের গুজরাটের নবসারি এলাকার এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গায়ক কীর্তিদান গাদভি হারমোনিয়াম বাজিয়ে যখন গান ধরেছেন, তখনই তাঁর মাথার কাছে দাঁড়িয়ে ১০০ ও ৫০০ টাকার নোট ছড়াচ্ছেন এক তরুণী।

গাদভি অনুষ্ঠানে এমন দৃশ্য চেনা। তবে শনিবার রাতে যা হল তা আগে কোখনও ঘটেনি। নবসারি এলাকার একটি সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অন্যান্য গায়কদের গান শেষে মঞ্চে ওঠেন গাদভি। সংবাদ সংস্থা এএনআই-এর খবর, একটি-দুটি গানের পর জমে উঠতে থাকে আসর। তাঁর গানে মুগ্ধ শ্রোতারা মঞ্চের নীচ থেকেই তাঁকে লক্ষ্য করে নোট ছুড়তে থাকেন। এরপরই ওই তরুণী হঠাত্ই মঞ্চে উঠে পড়েন হাতে গুচ্ছ টাকা নিয়ে। ছড়াতে থাকেন গায়কের ওপর।

এএনআই-এর তরফে প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটা সময় টাকায় ভরে যায় গোটা মঞ্চ। আর তার মাঝে বসেই একের পর এক গান গেয়ে চলেন শিল্পী।

দেখুন ভিডিওতে:


সূত্র: জি নিউজ

 

ads

 

Logo

সম্পাদক : আলমগীর মহিউদ্দিন

প্রকাশক : শামসুল হুদা, এফসিএ

১ আর. কে মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন), ঢাকা-১২০৩।
ফোন: ৫৭১৬৫২৬১-৯

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | নয়া দিগন্ত ২০১৫