নয়া দিগন্ত অনলাইন
২০ মার্চ ২০১৮,মঙ্গলবার, ১৪:২০
মুম্বাইয়ে রেল চলাচল অচল করে দিয়েছে বিক্ষোভকারীরা
রেলওয়েতে চাকরির দাবিতে মঙ্গলবার বিক্ষোভকারীরা ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সব ধরণের রেল চলাচল অচল করে দিয়েছে।
খবর সিনহুয়া’র।
বার্তা সংস্থার খবরে বলা হয়, বিক্ষোভকারীদের রেললাইন অবরোধের কারণে ৬০টি লোকাল ট্রেনের চলাচল বাতিল ঘোষণা করা হয়। এর ফলে ২০ লাখেরও বেশি যাত্রী ভোগান্তির শিকার হয়েছে।
লোকাল ট্রেনগুলোই মুম্বাই নগরীতে যাতায়াতের ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে।
বিক্ষোভকারীরা সকালে দিনের ব্যস্ততম সময়ে রেল লাইন নেটওর্য়াক অবরোধ করে এই দাবিতে যে, শিক্ষানবীশি পরীক্ষা শেষেও ইন্ডিয়ান রেলওয়েতে তাদের নিয়োগ দেয়া হচ্ছে না।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী শিক্ষানবীশদের সফল প্রশিক্ষণ শেষেই কেবল চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। তার আগে নয়।
ইন্ডিয়ান রেলওয়ে গত মাসে রেলে প্রায় ৯০ হাজার নতুন কর্মী নিয়োগের ঘোষণা করেছিলো।
অপরদিকে বিনা অনুমতিতে ছুটি নেয়ার অপরাধে কর্তৃপক্ষ ১৩ হাজার কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, ভারতে প্রতিদিন ৯ হাজার রেল চলাচল করে থাকে। এতে প্রায় ২ কোটি ৩০ লাখ যাত্রী যাতায়াত করে থাকে।