জাবি সংবাদদাতা
১৯ মার্চ ২০১৮,সোমবার, ০১:০৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিন নিয়োগেকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয় অরবোধ করেছেন আন্দোলনকারী আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। এ সময় তারা নতুন ডিন নিয়োগের সিদ্ধান্তকে প্রত্যাহার করে নিয়মতান্ত্রিকভাবে কোনো সিনিয়র অধ্যাপকের কাছে দায়িত্ব দেয়াসহ সাত দফা দাবি উপস্থাপন করেন। এ অবরোধ কর্মসূচি গতকাল সকাল সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত চলে। এ সময় আন্দোলনকারীরা ডিন অফিসে তালা লাগিয়ে দেন। ফলে নতুন ডিন অধ্যাপক রাশেদা আখতার অফিসে প্রবেশ করতে পারেননি। পরে আন্দোলকারী শিকেরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের কাছে তিন দফা দাবি পেশ করেন। দাবির মধ্যে রয়েছেÑ আইন অনুষদের সহকারী অধ্যাপক মো: রবিউল ইসলামকে স্বল্পতম সময়ে পদোন্নতি নিশ্চিত করে তাকে আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিতে হবে। অবিলম্বে অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভা আহ্বান করতে হবে। এ দিকে প্রথম দফা (নতুন ডিন নিয়োগ প্রত্যাহার) নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিস অবরোধ করলেও ভিসির সাথে সাাৎকালে এ দফাটি উহ্য রাখা হয়। এ বিষয়ে আন্দোলনকারী অধ্যাপক মো: আবুল হোসেন বলেন, ‘আমরা প্রথম দফাটি প্রত্যাহার করে নিয়েছি আর বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছে।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ‘তিনটি দাবির বিষয়ে আমাকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।’