উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
১১ ফেব্রুয়ারি ২০১৮,রবিবার, ১৮:৩৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮,রবিবার, ১৮:৪২
ফাইল ফটো
বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড বাজারে একটি পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৮১ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার থেকে রোববার দুপুর ১টার মধ্যে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা রোববার দুপুর দেড়টার দিকে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পাগলা কুকুরটি আকস্মিক হস্তিশুন্ড বাজারে আসা ও পথচারী মিলিয়ে প্রায় ৮১ জন নারী-পুরুষকে কামড়ায়। এতে আহত বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের জলিল ডাকুয়া, আয়নাল বেপারি, ছলি বেগম, আলাউদ্দিন মৃধা, হাবিব কাজী, ওহাব মৃধা, কামাল ডাকুয়া, আব্দুল গনিসহ সবাই উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ক্ষুব্ধ এলাকাবাসী পাগলা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।