বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
০৮ ফেব্রুয়ারি ২০১৮,বৃহস্পতিবার, ১১:১৪
সিলেটের বিশ্বনাথ থানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো: আব্দুল হক (৫৬) নামের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৮টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো: আব্দুল হক হবিগঞ্জ জেলার সদর থানার পইল গ্রামের মৃত সাইম উল্লাহর পুত্র।
তিনি গত বছরের ১৯ অক্টোবর বিশ্বনাথ থানায় যোগদান করেছিলেন। তার কনস্টেবল নং- ৬৬৭।
বুধবার রাতেই আব্দুল হকের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম।