নয়া দিগন্ত অনলাইন
১৭ জানুয়ারি ২০১৮,বুধবার, ১২:০৯
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শততম ওয়ানডে ম্যাচে ত্রিদেশীয় সিরিজের টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে শ্রীলঙ্কা। দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়েছে।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হেরেছিলো জিম্বাবুয়ে। আর এবারের আসরে প্রথমবারের মত খেলতে নামলো শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দিনেশ চান্দিমাল, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারতেœ, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।
জিম্বাবুয়ে দল : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।