রাজবাড়ী সংবাদদাতা
১৪ জানুয়ারি ২০১৮,রবিবার, ০০:০০
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড় এলাকায় বৃহস্পতিবার চরমপন্থী সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
গুলিবৃদ্ধ ইসলাম শেখকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ আহতরা হলেন, ইসলাম শেখ (৩৫) ও করম আলী বিশ্বাস (৪০)।